বিজেপি ১০টি আসনে জিতবেঃ রঞ্জিত দাস

বিজেপি ১০টি আসনে জিতবেঃ রঞ্জিত দাস

গুয়াহাটিঃ লোকসভার নির্বাচন নিয়ে একটা নিজস্ব হিসেবের ভিত্তিতে বিজেপির অসম প্ৰদেশ শাখা বলেছে,১৪ আসনের মধ্যে ১০টিতে জয় ছিনিয়ে নিতে পারবে দল। দলের শরিক অগপ এবং বিপিএফ-এর একটি আসনেও জেতার সম্ভাবনা প্ৰায় নেই বললেই চলে। রাজ্যে ছড়িয়ে থাকা ২৫,৫০০টি বুথ কমিটি থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই রবিবার এই বিবৃতি দিয়েছে রাজ্য বিজেপি। দিশপুরে কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিচ্ছে বিজেপি। দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে অগপ ও বিপিএফ যদি বিজেপির প্ৰতীক নিয়ে লড়তো তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন মোড় নিতো।

দলের রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন,করিমগঞ্জ লোকসভা আসনে আমাদের প্ৰার্থী কৃপানাথ মাল্লার জয় সুনিশ্চিত। ‘শিলচর কেন্দ্ৰে মোট ভোট পড়েছে ৯,৪৫,৮৩৪টি। এরমধ্যে আমাদের প্ৰার্থী ৪,৬৫,০০০ ভোট পাবেন বলে দল আশা করা হচ্ছে। ডিফু সংরক্ষিত কেন্দ্ৰে মোট ভোট পড়েছে ৬,১৫,৯৪৪টি। এরমধ্যে বিজেপি প্ৰার্থী ৪ লক্ষ ভোট পাবেন বলে দল আশা করছে। গুয়াহাটি কেন্দ্ৰে মোট ভোট পড়েছে ১৭,৬০,৫১১টি। এরমধ্যে বিজেপি ১০.১৫ লক্ষ ভোট টানতে সক্ষম হবে। মঙ্গলদৈ কেন্দ্ৰে এবার ভোট পড়ে ১৫,০০৯০৮। এরমধ্যে আমরা আশা করছি ৭.৬৫ লক্ষ ভোট আমরা পাবো-বলেন দাস। তেজপুরে ভোট দিয়েছেন ১১,৮৩,০৩৩ জন। এরমধ্যে ৬.৭ লক্ষ ভোট বিজেপির পক্ষে যাবে। নগাঁও কেন্দ্ৰে বিজেপি ৭.৭ লক্ষ ভোট পাবে বলে আশা করছে। এই কেন্দ্ৰে ভোট দিয়েছিল ১৪,৮৯,৫৪৩ জন। যোরহাটে ৫.৮৫ লক্ষ ভোট আসবে দলীয় প্ৰার্থীর পক্ষে। এই কেন্দ্ৰে মোট ভোট পড়েছে ১০,৫৪,১২৪টি। ডিব্ৰুগড়ে ভোট দিয়েছেন ১০,১৩,৮২১ জন। এরমধ্যে ৫,৩০,৫০০ ভোট দল পাবে-আশা করেন দাস। লখিমপুরে দল ৭.৬ লক্ষ ভোট যে পাবে সেটা নিশ্চিত বলেন তিনি।

তবে শরিক দল অগপ ও বিপিএফ-এর নির্বাচনি সম্ভাবনা নিয়ে বিজেপি একটুও আশাবাদী নয়। অগপ কলিয়াবর,বরপেটা ও ধুবড়িতে নিজস্ব প্ৰার্থী দিয়েছিল। কোকরাঝাড় আসনে শরিক দল বিপিএফ প্ৰার্থী দিয়েছিল। এই কেন্দ্ৰে দলের জয়ের সম্ভাবনা ক্ষীণ। ওদিকে কলিয়াবরে ভোট পড়েছে ১৪,২১,৫০০টি। এরমধ্যে অগপ প্ৰার্থী ৬.৬০ লক্ষ ভোট টানতে পারবেন। এই কেন্দ্ৰে এআইইউডিএফ কোনও প্ৰার্থী দেয়নি। ফলে আসনটি কংগ্ৰেসই ধরে রাখতে পারে-বলেন দাস।

বরপেটা লোকসভা কেন্দ্ৰে আমাদের শরিক অগপ ৫.৪৫ লক্ষ ভোট পাবেন। এই কেন্দ্ৰে ভোট পড়েছে ১৪,৫২,২১৩টি। এআইইউডিএফ প্ৰার্থী যদি ২-২.৫ লক্ষ ভোট পান,তাহলে অগপ প্ৰার্থী শেষ হাসি হাসতে পারেন-বলেন বিজেপি সভাপতি।

ধুবড়ি কেন্দ্ৰে ভোট লড়েছে ১৬,৮২,৭১১টি। অগপ প্ৰার্থী এই কেন্দ্ৰে ৪.৭৫ লক্ষ ভোট পেতে পারেন। কোকরাঝাড়ে ১৪,৬৮,১১২ ভোট পড়েছে। এরমধ্যে বিপিএফ প্ৰার্থী ৪.৭ লক্ষ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাস আরও বলেন,২০১৪-র লোকসভা নির্বাচনে তাঁর দল ৭টি আসন পেয়েছিল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com