Begin typing your search above and press return to search.

কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা লোকসভার নতুন অধ্যক্ষ হতে পারেন

কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা লোকসভার নতুন অধ্যক্ষ হতে পারেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Jun 2019 1:28 PM GMT

নয়াদিল্লিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)কোটা-র সাংসদ ওম বিড়লা লোকসভার পরবর্তী অধ্যক্ষ হতে পারেন। এনডিএ জোট বিড়লাকে মনোনীত করেছে যদিও এব্যাপারে কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি। দলের কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আজ সকালে বিড়লার একদফা বৈঠক হয়েছে। এতে এই ইঙ্গিতই মিলেছে যে বিড়লার লোকসভার অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

এদিকে ওম বিড়লা এই খবর সম্পর্কে সাংবাদিকদের বলেন,‘আমার কাছে কোনও খবর আসেনি। দলের একজন কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে আমি নাড্ডার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম-এই যা’।

সম্ভবত,বিড়লা আগ বাড়িয়ে তাঁকে লোকসভার অধ্যক্ষ নিয়োগ করার সম্ভাবনা সংক্ৰান্ত খবরটি ফাঁস করতে চাইছেন না। কারণ এটা দলের নীতি ও আচরণ বিধির পরিপন্থী। তবে বিষয়টি তখনই পরিষ্কার হয়ে যাবে যখন আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে ঘোষণা করা হবে।

এর আগে লোকসভার অধ্যক্ষ ছিলেন সুমিত্ৰা মহাজন। কিন্তু এবার তিনি লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাজস্থান সাংসদের স্ত্ৰী অমিতা বিড়লা খবরটির নিশ্চয়তা সম্পর্কে পরোক্ষ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন,‘এটা আমাদের কাছে খুবই গর্বের ও আনন্দের মুহূর্ত হবে। তাঁকে ওই পদের জন্য মনোনীত করলে মন্ত্ৰিসভার প্ৰতি আমার কৃতজ্ঞ থাকবো’।

শাসক দল এনডিএ বিড়লাকে একবার মনোনীত করায় তাঁর অধ্যক্ষ হওয়ার পথ সহজতর হবে বলে রিপোর্ট পাওয়া গেছে। নিম্ন সদনে ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্সের(এনডিএ)যে পূর্ণ গরিষ্ঠতা রয়েছে সেইহেতু বিড়লার অধ্যক্ষ পদ না পাওয়ার কোনও কারণই থাকতে পারে না।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন লোকসভার অধ্যক্ষ নির্বাচনের কথা। সূত্ৰটির মতে,ওম বিড়লাকে লোকসভার পরবর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচন করার ব্যাপারে বিরোধী দলগুলোরও সমর্থন রয়েছে।

এদিকে বিজু জনতা দল(বিজেডি)লোকসভার অধ্যক্ষ পদে ওম বিড়লার সমর্থনে একটি প্ৰস্তাব পাস করেছে। এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টি,মিজো ন্যাশনাল ফ্ৰন্ট,লোক জনশক্তি পার্টি,ওয়াইএসআর কংগ্ৰেস পার্টি,জেডি(ইউ),এআইএডিএমকে,আপনা দল এবং বিজেপি সহ অন্যান্য দলগুলি বিড়লাকে সমর্থন দেবে বলে জানা গেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন মুকুল তনয় সহ পশ্চিমবঙ্গের তিন বিধায়ক ও ৬০ জন কাউন্সিলর

Next Story
সংবাদ শিরোনাম