Begin typing your search above and press return to search.

জনিয়া ছাড়া তিন কেন্দ্ৰের প্ৰার্থী প্যানেল প্ৰস্তুত করল রাজ্য বিজেপি

জনিয়া ছাড়া তিন কেন্দ্ৰের প্ৰার্থী প্যানেল প্ৰস্তুত করল রাজ্য বিজেপি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Sep 2019 9:51 AM GMT

গুয়াহাটিঃ অসম প্ৰদেশ বিজেপি রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য তিনটি কেন্দ্ৰের সম্ভাব্য প্ৰার্থী তালিকা প্ৰস্তুত করেছে। রাজ্যের এই চারটি বিধানসভা কেন্দ্ৰের উপনির্বাচন হছে চলতি বছরের ২১ অক্টোবর।

দলের রাজ্য নির্বাচন কমিটি(এসইসি)বুধবার এখানে অটলবিহারী বাজপেয়ী ভবনে এক বৈঠকে মিলিত হয়। দলের রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস বৈঠকে পৌরোহিত্য করেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক তথা অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,এসইসি সদস্য এবং দলের তিনজন সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মঙ্গলদৈয়ের সাংসদ যিনি বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া সাংবাদিকদের বলেন,জনিয়া ছাড়া রাতাবাড়ি,রাঙাপাড়া ও সোনারি বিধানসভা কেন্দ্ৰের উপ নির্বাচনের জন্য দলের সম্ভাব্য প্ৰার্থী তালিকা প্ৰস্তুত করা হয়েছে। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্ৰের জন্য দলের প্ৰার্থী প্যানেলে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন জয়দেব দাস,বিজয় মালাকার এবং সুনীল বিন। এই তিনজনের মধ্যে একজনই প্ৰার্থী হবেন। রাঙাপাড়া বিধানসভা কেন্দ্ৰের জন্য দলের বাছাই করা সম্ভাব্য প্ৰার্থী তালিকায় রয়েছেন রাজেন বরঠাকুর,বাতাস ওরাং এবং কেশব উপাধ্যায়। সোনারি বিধানসভা কেন্দ্ৰের জন্য দলের প্ৰার্থী প্যানেলে যাঁরা রয়েছেন তাঁরা হলেন স্বাক্ষরজ্যোতি গগৈ,নবনীতা সন্দিগৈ এবং অরূপ সিং রাজপুরোহিত।

ওদিকে জনিয়া বিধানসভা কেন্দ্ৰে টিকিট প্ৰত্যাশীর সংখ্যা অত্যধিক হওয়ায় এদিনের বৈঠকে সম্ভাব্য তিনজন প্ৰার্থীর প্যানেল প্ৰস্তুত করা সম্ভব হয়নি। তবে দলের রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাসকে বৃহস্পতি অথবা শুক্ৰবার জনিয়ার প্ৰার্থী প্যানেল প্ৰস্তুত করার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বৈঠকে। দল সভাপতি জনিয়ায় টিকিট প্ৰত্যাশীদের সঙ্গে আজ এক বৈঠকে বসছেন। চার কেন্দ্ৰের সম্ভাব্য প্ৰার্থী তালিকা হাইকমান্ডের কাছে পাঠানো হবে এবং হাইকমান্ড আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্ৰার্থীদের ঠিক করে তা রাজ্যের কাছে পাঠাবে।

দল সভাপতি দাস জনিয়া কেন্দ্ৰে প্ৰার্থী প্যানেল প্ৰস্তুত করে বৃহস্পতিবারের মধ্যে দিল্লিতে কেন্দ্ৰীয় নেতৃত্বের কাছে পাঠাবেন। কারণ এই কেন্দ্ৰে দল দেখে শুনে প্ৰার্থী প্যানেল প্ৰস্তুত করতে একটু বেশি সময় নিচ্ছে। তিন কেন্দ্ৰের সাংসদ কৃপানাথ মালা,তপন গগৈ ও পল্লবলোচন দাস এদিনের সভায় উপস্থিত ছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ হিন্দু বাঙালিদের নাম এনআরসিতে অন্তর্ভুক্তির দাবি এএবিওয়াইএসএফ-এর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fire breaks out in a shopping complex in Golaghat's Sarupathar

Next Story
সংবাদ শিরোনাম