শুধু বোড়োল্যোন্ডের নেতাদের জন্য দরজা খোলা রেখেছে বিজেপি

অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের জন্য রাজ্য বিজেপি তাদের দরজা বন্ধ করে দিয়েছে। তবে বোড়োল্যোন্ড এলাকার নেতাদের অবশ্যই দলে টানা হবে। বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস বুধবার একথা বলেছেন। তিনি বলেন, দলের চলতি সাংগঠনিক নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্ৰেসি নেতাদের গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়ায় বিজেপির কিছু বরিষ্ঠ নেতা শঙ্কায় ভুগছিলেন। তবে দাসের এই বিবৃতি দলের নেতাদের ওই শঙ্কা কিছুটা হলেও দূর হবে বলে আশা করা হচ্ছে। বিজেপি-র যে সব প্ৰ্ধীণ নেতা রাজ্যে দলকে চাঙ্গা করতে
দশক ধরে খেটেছেন তারা নিরাপত্তা হীনতায় ভুগছিলেন রাজ্যসভার সাসংদ ভুবনেশ্বর কলিতা, সান্টিয়াস কুজুর, প্ৰাক্তন মন্ত্ৰ্ৰী গৌতম রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ায়। দাস আরও বলেন, বোড়োল্যোন্ড এলাকার নেতাদের জন্য বিজেপি-র দরজা খোলা রাখা হয়েছে। বিটিত্ৰ্ডির নেতারা অবশ্যই বিজেপিতে যোগ দিতে পারবেন। বিটিত্ৰ্ডিতে বিজেপির অবস্থান কিছুটা দুর্বল। বোড়োল্যোন্ড পিপলস ফ্ৰ্ন্ট (বিপিএফ)বোড়োল্যান্ড কাউন্সিলের (বিপিএফ)ক্ষমতায় রয়েছে এবং বিটিএডি-র প্ৰ্শাসন তারাই চালাচ্ছে। রাজ্য সরকারেরও শরিক দল বিপিএফ।
দাস বলেন, সংস্কৃতি, শিক্ষা, শিল্প, কৃষি এক অন্যান্য বিবিধ সংস্থায় জড়িত ব্যক্তিদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। তিনি বলেন, প্ৰায় ১৭ লক্ষ মানুষ সম্প্ৰতি গেরুয়া দলের সদস্য হয়েছেন।সদস্য ভুক্তির ক্ষেত্রে অসম বিজেপি অন্যান্য রাজ্যের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সাহসিকতার জন্য ‘বীর চক্ৰ’ সম্মান উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man-Elephant Conflict in Majuli, Many residences destroyed