বিজেপি পূর্ণ গরিষ্ঠতা নিয়েই কেন্দ্ৰে সরকার গড়বেঃ মোদি

বিজেপি পূর্ণ গরিষ্ঠতা নিয়েই কেন্দ্ৰে সরকার গড়বেঃ মোদি

নয়াদিল্লিঃ লোকসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)আবার নিজস্বভাবে পূর্ণ গরিষ্ঠতা পাবে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার এই আস্থা প্ৰকাশ করেন। ‘টানা পাঁচ বছরের মেয়াদ শেষে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে একটা দলের কাছে এটাই হবে প্ৰথম উদাহরণ’। ‘আমার সামগ্ৰিক ধারণা হলো এটাই যে লোকসভা নির্বাচনে সম্পূর্ণ গরিষ্ঠতা নিয়ে জয় হাসিল করে আবার একটা সংখ্যাগরিষ্ঠ সরকার কেন্দ্ৰে গঠিত হবে। এমনটা এই প্ৰথমবারই হতে যাচ্ছে। যদি তাই হয় তাহলে এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে’-এখানে বিজেপি-র সদর দপ্তরে সাংবাদিকদের একথা বলেন মোদি।

এদিনও প্ৰধানমন্ত্ৰী কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের সমালোচনা করতে ছাড়েননি। আমাদের সরকার গত পাঁচ বছরে যথেষ্ট ভাল কাজ করেছে-বলেন তিনি। মোদি আরও বলেন,মানুষই বিজেপিকে ফের ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সরকার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবে-উল্লেখ করেন তিনি। দেশে সরকার পরিচালনায় একটা নতুন সংস্কৃতির জন্ম দেওয়ার কথা তিনি ভাবছেন বলে জানান। ‘আমরা আমাদের সাফল্যের জন্য গর্বিত। আগামি দিনে গোটা বিশ্বের ওপর আমরা প্ৰভাব ফেলতে পারবো। কারণ আমাদের গণতন্ত্ৰ যথেষ্ট শক্তিশালী’-বলেন প্ৰধানমন্ত্ৰী।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com