Begin typing your search above and press return to search.

নৈহাটিতে বাজির কারখানায় বিস্ফোরণ,নিহত ৪

নৈহাটিতে বাজির কারখানায় বিস্ফোরণ,নিহত ৪

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Jan 2020 11:31 AM GMT

নৈহাটিতে একটি বাজি কারখানায় আজ বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই কারখানার ছাদ উড়ে গেছে। বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগন ধরে যায়। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে অনেক দূর থেকে। বিস্ফোরণের তীব্ৰতা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই এলাকার বাড়িঘরগুলোও কেঁপে ওঠে। ভূমিকম্প ভেবে এলাকার মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বিস্ফোরণে চারজন মানুষ প্ৰাণ হারিয়েছেন বলে জনা গিয়েছে। খবর পেয়ে পুলিশের একটা বড়সড় দল ঘটনাস্থলে ছুটে গেছে। ছুটে আসে দমকল কর্মীরাও। জানা গেছে,ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বেশকিছুদিন ধরে। প্ৰশাসনের চোখে ধুলো দিয়ে যেভাবে কারখানাটিতে বাজি তৈরি করা হচ্ছিল তা নিয়েও প্ৰশ্ন তুলেছে বিভিন্ন মহল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ প্ৰতিরক্ষা মন্ত্ৰকের বিজ্ঞপ্তি অনু্যায়ী বন্ধ হতে পারে টিক-টক-এর ব্যবহার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Star players Washington Sundar, Jasprith Bumrah, Sanju Samson reach Guwahati Airport

Next Story
সংবাদ শিরোনাম