বোড়ো চুক্তি শান্তির পথ প্ৰশস্ত করেছে,কোকরাঝাড়ের জন সমাবেশে বললেন প্ৰধানমন্ত্ৰী মোদি

বোড়ো চুক্তি শান্তির পথ প্ৰশস্ত করেছে,কোকরাঝাড়ের জন সমাবেশে বললেন প্ৰধানমন্ত্ৰী মোদি

কোকরাঝাড়ঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার বলেছেন,উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী প্ৰবণতার অপসারণে উন্নয়নই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে প্ৰধানমন্ত্ৰী এই আশ্বাসও দিয়েছেন যে আত্মসমর্পণকারী এনডিএফবি-র বিদ্ৰোহীদের কেন্দ্ৰ ও রাজ্য সরকারের পদক্ষেপ অনু্যায়ী পুনর্বাসন দেওয়া হবে। প্ৰধানমন্ত্ৰী উত্তর পূর্বাঞ্চল,জম্মু ও কাশ্মীর এবং দেশের অন্যান্য প্ৰান্তের বিদ্ৰোহীদের হিংসা ছেড়ে শান্তির পরিবেশ সৃষ্টিতে একটা সু্যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

কোকরাঝাড় জেলার খারগাঁও টেঙাপাড়ায় এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন মোদি। আবসু,এনডিএফবির সব গোষ্ঠী,রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত বোড়ো শান্তি চুক্তির জন্য বিজয় উৎসব পালন করতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

আবসু,এনডিএফবি-র সব গোষ্ঠী,বিটিসি প্ৰশাসন এবং অসম সরকারের প্ৰশংসা করে প্ৰধানমন্ত্ৰী বলেন,শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দীর্ঘদিনের বোড়ো সমস্যার অবসান ঘটলো এবং এই চুক্তি অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্ৰতিষ্ঠার পথ সুগম করেছে। তিনি জনগণকে উন্নয়ন ত্বরান্বিত করার শপথ নিতে এবং সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। হিংসা যাতে এই অঞ্চলে কোনওভাবেই ফিরে আসতে না পারে তার জন্য সতর্ক থাকারও পরামর্শ দেন। জাতির পিতাকে স্মরণ করে প্ৰধানমন্ত্ৰী বলেন,শান্তির মাধ্যমে আসা সাফল্য সবার কাছেই গ্ৰহণযোগ্য হয়ে থাকে। তিনি বলেন,১৯৯৩ এবং ২০০৩ সালেও বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু তা অঞ্চলটিতে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারেনি। তবে সম্প্ৰতি স্বাক্ষরিত চুক্তিটি এই অঞ্চলে স্থায়ী শান্তি প্ৰতিষ্ঠা করবে। কারণ প্ৰতিটি সংগঠনের দাবিদাওয়া এই চুক্তির মাধ্যমে মেনে নেওয়া হয়েছে। মোদি আরও বলেন,সরকারের প্ৰথম এবং সবচেয়ে অগ্ৰাধিকারের কাজ হলো উন্নয়ন। নববৈষ্ণব ধর্মের প্ৰচারক তথা অসমের প্ৰাণ পুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করে প্ৰধানমন্ত্ৰী বলেন,শ্ৰীমন্ত শংকরদেবের দর্শনই এরাজ্যে শান্তির পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি বডোফা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্ম এবং রূপনাথ ব্ৰহ্মকে স্মরণ করে তাঁদের প্ৰতি বিনম্ৰ শ্ৰদ্ধা জানান। তিনি বলেন,বোড়ো শান্তি চুক্তির দৌলতে শুধু বড়োরা উপকৃত হবেন এমন নয়,অঞ্চলটিতে বসবাসকারী অবোড়ো লোকেরাও এর মাধ্যমে উপকৃত হবেন। এই চুক্তি সবারই জয় সূচিত করেছে। এ জয় মানবতাবাদের জয়। চুক্তির ফলে অঞ্চলটি দ্ৰুত উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সমৃদ্ধির সূচনা করবে অঞ্চলটিতে।

তিনি আরও জানান,স্বাক্ষরিত চুক্তি অনু্যায়ী বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্ৰিক্টের নতুন নামকরণ হয়েছে ‘বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন’ হিসেবে। একটি কমিশন এই অঞ্চলের সীমান্ত পরীক্ষা করে প্ৰয়োজনীয় সুপারিশ করবে। চুক্তির ফলে বিটিসি আরও আইনগত,কার্যনির্বাহী,প্ৰশাসনিক ও আর্থিক ক্ষমতা লাভ করবে। বিটিআর-এর উন্নতির জন্য কেন্দ্ৰ ও রাজ্য সরকার ১৫০০ কোটি টাকার একটি বিশেষ আর্থিক প্যাকেজ দিচ্ছে। প্ৰধানমন্ত্ৰী আশা প্ৰকাশ করে বলেন,বিটিসি কাউন্সিল তাদের প্ৰশাসনিক এক্তিয়ারের মধ্যে বসবাসরত প্ৰতিটি জনগোষ্ঠীর সম বিকাশ সুনিশ্চিত করবে। বোড়ো ভাষার বিকাশ ও এর শ্ৰীবৃদ্ধি কল্পে রাজ্য সরকারের পদক্ষেপের প্ৰশংসা করেন প্ৰধানমন্ত্ৰী। স্বাগত অনুষ্ঠানে বোড়োদের ‘আরনাউ’-এবং দখনার রং দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,দেশে এমন বর্ণাঢ্য জনসমুদ্ৰ তিনি এর আগে কখনো দেখেননি। সমাবেশে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি দেখে এই অঞ্চলের মানুষের প্ৰতি আঁর আস্থা আরও বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন প্ৰধানমন্ত্ৰী।

মোদি বলেন,ক্যা নিয়ে বিভিন্ন শক্তি বিভ্ৰান্তি ও গুজব ছড়াচ্ছে। তিনি অসমিয়া জনগণকে আশ্বস্ত করে বলেন,শীঘ্ৰই অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ করা হবে। এখন শুধু উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্টের প্ৰতীক্ষা। কমিটির রিপোর্ট পাওয়ার পরই ৬নং দফা রূপায়ণে কেন্দ্ৰ তড়িঘড়ি পদক্ষেপ নেবে বলে মোদি জানান। অসম ও ভারত বিরোধী কোনও প্ৰচার কেন্দ্ৰ সহ্য করবে না-বলেন মোদি।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বোড়ো চুক্তি স্বাক্ষরে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়ার জন্য সমাবেশে প্ৰধানমন্ত্ৰীর প্ৰশংসা করেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এক্ষেত্ৰে বিশেষ ভূমিকা নেওয়ায় তাঁরও প্ৰশংসা করেন সোনোয়াল। সমাবেশে স্বাগত ভাষণ দেন বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি এবং রাজ্যের অর্থ,স্বাস্থ্য ও শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আবসু সভাপতি প্ৰমোদ বোড়োও বক্তব্য রাখেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Six organizations of Moran Community take out Cultural Mass Protest Rally in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com