বর্ডার সিকিউরিটি ফোর্স রিক্ৰুটমেন্ট ২০২০

বর্ডার সিকিউরিটি ফোর্স রিক্ৰুটমেন্ট ২০২০

বর্ডার সিকিউরিটি ফোর্স রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)৩১৭ এসআই,এইচসি,সিটি(ক্ৰু)মেকানিক,এসি টেকনিশিয়ান,প্লাম্বার এবং বিএসএফ-এর ওয়াটার উইং-এ(গ্ৰুপ বি এবং সি)-এর অন্যান্য পদে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছেন।

১. এসআই(মাস্টার)

পদের সংখ্যাঃ ০৫

বয়সঃ ২২ থেকে ২৮ বছর

২. এসআই(ইঞ্জিন ড্ৰাইভার)

পদের সংখ্যাঃ ০৯

বয়সঃ ২২ থেকে ২৮ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ১০+২ অথবা সমপর্যায়ের আইএসটি ইঞ্জিন ড্ৰাইভার সার্টিফিকেট

৩. এসআই(ওয়ার্কশপ)

পদের সংখ্যাঃ ০৩

বয়সঃ ২২ থেকে ২৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিঙে ব্যাচেলর ডিগ্ৰি/মেকানিক্যাল/মেরিন/অটমোবাইল ইঞ্জিনিয়ারিঙে ৩ বছরের ডিপ্লোমা

৪. এইচসি(মাস্টার)

পদের সংখ্যাঃ ৫৬

বয়সঃ ২২ থেকে ২৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ম্যাট্ৰিকুলেশন,সিরাঙ সার্টিফিকেট

৫. এইচসি(ইঞ্জিন ড্ৰাইভার)

পদেরর সংখ্যাঃ ৬৮

বয়সঃ ২২ থেকে ২৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ম্যাট্ৰিকুলেশন সেকেন্ড ক্লাশ ইঞ্জিন ড্ৰাইভার সার্টিফিকেট

৬. এইচসি(ওয়ার্কশপ ট্ৰেড)মেকানিক(ডিজেল/পেট্ৰোল ইঞ্জিন),ইলেকট্ৰিশিয়ান,এসি টেকনিশিয়ান,ইলেক্ট্ৰনিক্স,মেকানিস্ট,কার্পেন্টার,প্লাম্বার

পদের সংখ্যাঃ ১৬

বয়সঃ ২২ থেকে ২৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ম্যাট্ৰিকুলেশন,সংশ্লিষ্ট ব্যবসায় ইন্ডাস্ট্ৰিয়াল ট্ৰেনিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা

৭. সিটি(ক্ৰু)

পদের সংখ্যাঃ ১৬০

বয়সঃ ২২ থেকে ২৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ম্যাট্ৰিকুলেশন,২৬৫ এইচপি-র নিচের বোট চালনায় অভিজ্ঞতা। কোনওরকম সাহায্য ছাড়া গভীর জলে সাঁতার জানা এবং এব্যাপারে আন্ডারটেকিং সার্টিফিকেট দাখিল করতে হবে।

পরীক্ষার মাশুলঃ এসআই(মাস্টার),এসআই(ওয়ার্কশপ)এবং এসআই ইঞ্জিন ড্ৰাইভার পদে প্ৰতিটি আবেদনের সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্ৰাফট/পোস্টাল অর্ডার এবং এইচসি(মাস্টার),এইচসি(ওয়ার্কশপ),এইচসি(ইঞ্জিন ড্ৰাইভার)এবং সিটি(ক্ৰু)পদের ক্ষেত্ৰে ১০০ টাকার ডিমান্ড ড্ৰাফট/পোস্টাল অর্ডার পরীক্ষার মাশুল।

এসসি,এসটি,বিএসএফ প্ৰার্থী এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্ৰে মাশুলে ছাড় থাকছে।

টু অ্যাপ্লাইঃ বিস্তারিত বিজ্ঞাপন এবং অ্যাডমিট কার্ড সহ অ্যাপ্লিকেশন ফর্মের জন্য অনুগ্ৰহ করে বিএসএফ-এর ওয়েবসাইট www.bsf.nic.in & www.bsf.gov.in-এ লগ অন করুন।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com