দিল্লির কাছে যমুনা এক্সপ্ৰেস হাইওয়েতে যাত্ৰী বাস খালে,নিহত কমপক্ষেও ২৯

দিল্লির কাছে যমুনা এক্সপ্ৰেস হাইওয়েতে যাত্ৰী বাস খালে,নিহত কমপক্ষেও ২৯

নয়াদিল্লিঃ দিল্লির কাছে যমুনা এক্সপ্ৰেস ওয়েতে সোমবার এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় কমপক্ষেও ২৯ জন ব্যক্তি প্ৰাণ হারান। নিহত যাত্ৰীরা অভিশপ্ত বাসটিতে সওয়ার হয়েছিলেন। ছয়লেন যুক্ত যমুনা এক্সপ্ৰেস ওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সড়ক থেকে ছিটকে বাসটি ৫০ ফুট নিচে একটি বড় নালায় পড়ে যায়। দুর্ঘটনায় আহত হন অন্যান্য ১৭ জন আরোহী। দুর্ঘটনার প্ৰাথমিক তদন্তের পর পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ার প্ৰাক মুহূর্তে চালকের চোখে ঘুম জড়িয়ে এসেছিল। সরকারি এই বাসে সাওয়ার হয়েছিলেন ৪৬ জন যাত্ৰী। বাসটি লখনৌ থেকে ছয় লেনের যমুনা এক্সপ্ৰেস ওয়ে ধরে দিল্লি অভিমুখে যাচ্ছিলো। সোমবার সকালে আগ্ৰার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

যমুনা এক্সপ্ৰেস ওয়ের দৈর্ঘ ১৬৫ কিলোমিটার। এই পথটি উত্তর প্ৰদেশের আগ্ৰার সঙ্গে নয়ডার সংযোগ গড়ে তুলেছে। আগ্ৰার জেলা ম্যাজিস্ট্ৰেট রবিকুমার সাংবাদিকদের বলেন,বাসটি দ্ৰুতগতিতে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল এবং বাস চালক সম্ভবত ঘুমঘোরে আচ্ছন্ন ছিল।

বাসটি জল ও কর্দমাক্ত একটি খালে গিয়ে মুখ থুবড়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে,উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। সাদা বাসটির ভেঙে চুরে যাওয়া অংশ দিয়ে মৃতদেহগুলি বের করে আনা হয়। দুর্ঘটনার ভয়াবহতায় বাসটির বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখ প্ৰকাশ করে উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ আহতদের সব ধরনের সাহা্য্য দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনকে সাহা্য্য করার প্ৰতিশ্ৰুতি দিয়েছেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিও দুঃখ প্ৰকাশ করেছেন। এক টুইট করে তিনি বলেছেন ‘উত্তর প্ৰদেশের আগ্ৰার কছে এই দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। দুর্ঘটনায় নিহতদের পরিবার বর্গের প্ৰতি শোক ব্যক্ত করার পাশাপাশি আহতরা যাতে দ্ৰুত সেরে ওঠে তার কামনাও করেছেন মোদি। রাজ্য সরকার ও স্থানীয় প্ৰশাসন ক্ষতিগ্ৰস্তদের সব সাহা্য্য দেবে’। উত্তর প্ৰদেশ রোডওয়েজ নিহত যাত্ৰীদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

গত সোমবার জম্মু ও কাশ্মীরের কিস্টওয়ার টাউনের শিবগওয়ারির কাছে একটি যাত্ৰীঠাসা মিনিবাস খাদে পড়ে যাওয়ায় ৩৩ জন ব্যক্তি প্ৰাণ হারিয়েছিলেন। আহত হন ২২ জন। বাসটি কেশওয়ান এলাকা থেকে কিস্টওয়ার টাউনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু চালক নিয়ন্ত্ৰণ হারিয়ে ফেলায় বাসটি একটি খাদে গড়িয়ে পড়ে। এখানে দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের উদ্ধার অভিযান চালিয়েছিল সাধারণ মানুষ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com