ক্যা,এনআরসি নিয়ে মমতা সরকারকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ক্যা,এনআরসি নিয়ে মমতা সরকারকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতাঃ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে রাজ্যের কোথাও কোনও বিজ্ঞাপন দিতে পারবে না। এই ইস্যুটি নিয়ে বর্তমানে যে মামলা চলছে তার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এনিয়ে রাজ্য সরকার কোনওরকম বিজ্ঞাপন দিতে পারবে না। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্ৰেস সরকার এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোড়া থেকেই প্ৰতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। সোমবার হাইকোর্ট ইস্যুটি নিয়ে বিজ্ঞাপন না দেওয়ার নির্দেশ ইস্যু করায় স্বভাবতই একটা ধাক্কা খেলো মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়েছেন জনস্বার্থে প্ৰচারিত এনআরসি এবং ক্যা এই রাজ্যে লাগু হবে না বলে প্ৰচারটি আপাতত বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। মামলায় এমনও প্ৰশ্ন ওঠে কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে এধরনের বিজ্ঞাপন কিভাবে প্ৰচার করা যায়। হাইকোর্টের প্ৰধান বিচারপতি অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকারি টাকায় এজাতীয় কোনও বিজ্ঞাপন দেওয়া যাবে না।

তৃণমূল সুপ্ৰিমো মমতা ব্যানার্জি এনআরসি ও ক্যার বিরুদ্ধে সেই গোড়া থেকেই কেন্দ্ৰকে বিঁধে এসেছেন। বিভিন্ন সভা ও মিছিলে মোদি ও অমিত শাহকে তুলোধোনা করতেও ছাড়েননি তৃণমূল নেত্ৰী মমতা। কেন্দ্ৰের ওই পদক্ষেপের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্ৰতিবাদ ও মিছিল করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী। এমনকি নিজেও ক্যা,এনআরসির বিরুদ্ধে প্ৰতিবাদ মিছিলে নিয়েছেন অগ্ৰণী ভূমিকা। মমতার নির্দেশেই ক্যা,এনআরসির বিরুদ্ধে রাজ্যে প্ৰতিবাদে ফেটে পড়েছেন দলীয় নেতা,কর্মীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্ৰচার করে জনগণকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে এরাজ্যে ক্যা ও এনআরসি হবে না।

মমতা সরকারের বিজ্ঞাপন দেওয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি মামলা। কেন্দ্ৰের আইনের বিরুদ্ধে একটা রাজ্য সরকার তা মানা হবে না বলে জানিয়ে কিভাবে বিজ্ঞাপন দিতে পারে তা নিয়ে প্ৰশ্ন তুলেছেন অনেকে। বিজেপি নেতৃত্ব ও বেশকজন কেন্দ্ৰীয় মন্ত্ৰী মমতার এই পদক্ষেপ অসাংবিধানিক বলেও সওয়াল করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকরও এই ইস্যুতে মমতার সমালোচনায় মুখ খুলেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com