Begin typing your search above and press return to search.

গবাদি পশুর জন্য রাজ্যে শীঘ্ৰই চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবাঃ অতুল বরা

গবাদি পশুর জন্য রাজ্যে শীঘ্ৰই চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবাঃ অতুল বরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Sep 2019 11:30 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে গবাদি পশুর জন্য শীঘ্ৰই একটি ক্যাটেল অ্যাম্বুলেন্স সেবা চালু করা হচ্ছে। গবাদি পশুর সংকট বা অসুস্থতার সময় এই সেবা কাজে লাগবে। রাজ্যের কৃষি ও পশুপালন দপ্তরের মন্ত্ৰী অতুল বরা এখানে একথা ঘোষণা করেন।

শুক্ৰবার দিশপুর জনতা ভবনে সাংবাদিকদের সামনে ভাষণ দিচ্ছিলেন বরা। পশুপালন দপ্তরের মন্ত্ৰী বরা বলেন,‘রাজ্যে চলা ১০৮ অ্যাম্বুলেন্স সেবার মতোই গবাদি পশুর জন্য ছটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা একটি পাইলট প্ৰোজেক্ট চালু করছি। এধরনের প্ৰকল্প রাজ্যে এটাই প্ৰথম। অসুস্থ গবাদি পশুর চিকিৎসার জন্য এই অ্যাম্বুলেন্সগুলোতে চিকিৎসক এবং অন্যান্য কর্মীরাও থাকবেন’।

বরা আরও জানান,রাজ্যের প্ৰত্যন্ত অঞ্চলগুলোতে গবাদি পশুর জন্য এই অ্যাম্বুলেন্স সেবা কার্যকর হবে,যেখানে পশু চিকিৎসকদের চট করে যাওয়া সম্ভবপর নয়। এই পাইলট প্ৰকল্পটি যদি সফল হয় তাহলে রাজ্যের প্ৰত্যেক জেলায় তা রূপায়ণ করা হবে।

‘বর্তমানে রাজ্যে গবাদি পশু গণনার কাজ সম্পূর্ণ হয়েছে। সারা দেশে কি পরিমাণ গবাদি পশু রয়েছে তার ফলাফল ভারত সরকারের তরফ থেকে পরে কখনো ঘোষণা করা হবে’-বলেন বরা।

পশু চিকিৎসা এবং পশু পালন বিভাগ,অসম এবং আসাম লাইভস্টক অ্যান্ড পোলট্ৰি কর্পোরেশন আগামি ৭-১০ নভেম্বর গুয়াহাটির খানাপাড়া স্থিত কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স ক্ৰীড়াঙ্গনে ন্যাশনাল লাইভস্টক অ্যান্ড পোলট্ৰি শো-২০১৯-এর আয়োজন করছে।

এই শোতে প্ৰশিক্ষণ সেশন,খদ্দের-বিক্ৰেতার সাক্ষাৎকার ও অন্যান্য বিষয় সহ কর্মশালা এবং আলোচনাচক্ৰেরও আয়োজন করা হবে। ক্যাবিনেট মন্ত্ৰী গিরিরাজ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এতে উপস্থিত থাকবেন।

‘এধরনের শো ১৯৯৫ সালে শেষবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং দীর্ঘ ২৫ বছর পর আবার তা আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিতে অংশ নেবেন ৪০০ জন কৃষক। পশুপালনের ক্ষেত্ৰে উত্তর পূর্বাঞ্চলের সম্ভাবনার বিষয়টি নিয়েও এই ইভেন্টে চর্চা করা হবে’-বলেন বরা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ তিনসুকিয়া শহরের নাগরিক সমস্যা সমাধানে জেলা প্ৰশাসনের বৈঠক

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachh Bharat Abhiyan by Hojai MLA Shiladitya Dev in Lanka

Next Story
সংবাদ শিরোনাম