সিবিএসই-এর ফলাফলে কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলি উ.পুবের সব স্কুলকে ছাপিয়ে গেছে
গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলি সেণ্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)সদ্য ঘোষিত পরীক্ষার ফলাফলে এই অঞ্চলের অন্যান্য সব স্কুলকে ছাপিয়ে গেছে।
সিবিএসই-র সদ্য ঘোষিত দশম ও দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলির পাসের হার উত্তর পূর্বের অন্যান্য সব স্কুলের চেয়ে সবচেয়ে বেশি।
দশম শ্ৰেণির পরীক্ষায় কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলির পাসের হার ৯৮.৪৭ শতাংশ। জওহর নবোদয় বিদ্যালয়গুলির পাসের হার নথিভুক্ত হয়েছে ৯৫.১৩ শতাংশ। বেসরকারি স্কুল সমূহের পাসের হার ৯২.৭৩ শতাংশ। তাছাড়া সরকারি স্কুলগুলির পাসের হার নথিভুক্ত হয়েছে ৫২.৬৭ শতাংশ।
সিবিএসই-র দ্বাদশ শ্ৰেণির পরীক্ষার ফলাফলে কেন্দ্ৰীয় বিদ্যালসমূহের পাসের হার ৯৫.৮৪ শতাংশ। দ্বিতীয় স্থানে জওহর নবোদয় বিদ্যালয়গুলি। তাদের পাসের হার ৯০.৪০ শতাংশ। স্বতন্ত্ৰ অথবা বেসরকারি স্কুলসমূহের পাসের হার নথিভুক্ত হয়েছে ৫৪.৯২ শতাংশ।
গত কয়েক বছর কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলি প্ৰত্যাশানু্যায়ী ফলাফল করতে পারেনি। তবে এবার সিবিএসই-র পরীক্ষায় কেন্দ্ৰীয় বিদ্যালয়গুলি ফের উল্লেখযোগ্য ফলাফল করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে অরুণাচল প্ৰদেশ ও সিকিমের সরকারি স্কুলের ফলাফল আগের মতোই তলানিতে রয়েছে। সিবিএসই কার্যালয় থেকে বার বার নির্দেশিকা জারি করার পরও এই দুটি রাজ্যের সরকারি স্কুলগুলির ফলাফলে কোনও উন্নতি হয়নি। সরকারি স্কুলগুলির পাসের হার এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম।