সেন্ট্ৰাল ওয়াটার কমিশনে স্টেনোগ্ৰাফার গ্ৰেড পদে নিয়োগ I
স্টেনোগ্ৰাফার পদে চাকরি।দেশের বিভিন্ন স্থানে থাকা সিডব্লিউসি-র সাব-অর্ডিনেট কার্যালয়ে ডেপুটেশন অথবা অ্যাবসরপশন ভিত্তিতে স্টেনোগ্ৰাফার নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন স্থানে থাকা সিডব্লিউসি-র সাব-অর্ডিনেট কার্যালয়ে ১২টি স্টেনোগ্ৰাফার পদে নিয়োগের প্ৰস্তাব রাখা হয়েছে।
পদের নামঃ স্টেনোগ্ৰাফার গ্ৰেড I
পদের সংখ্যাঃ ১২
বেতনঃ ৩৫,৪০০ টাকা-১,১২,৪০০ প্ৰতি মাসে
চাকরির স্থানঃ ভারত জুড়ে
শেষ তারিখঃ ০৩-০২-২০২০
ঠিকানাঃ সেন্ট্ৰাল ওয়াটার কমিশন,সেবা ভবন,অষ্টম তলা(এন)(এস-২),আর কে পুরম,নিউদিল্লি-১১০০৬৬
বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার
Official Website: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আসাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংক রিক্ৰুটমেন্ট ২০২০