দেশের অন্যান্য রাজ্যে এনআরসি-র কোনও পরিকল্পনা কেন্দ্ৰের নেইঃ নকভি

দেশের অন্যান্য রাজ্যে এনআরসি-র কোনও পরিকল্পনা কেন্দ্ৰের নেইঃ নকভি

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্ৰান্তে চলছে বিক্ষোভের আগুন। আইনটির বিরুদ্ধে প্ৰতিবাদ বিভিন্ন স্থানে হিংসাত্মক মোড় নিয়েছে। এখন আবার রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নিয়েও কথা উঠেছে। দেশের কোথায়,কবে এবং কিভাবে এনআরসি হবে তা নিয়েও প্ৰশ্ন তুলতে শুরু করেছেন মানুষ। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ দেশ জুড়েই এনআরসি হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। অথচ এরই মধ্যে কেন্দ্ৰীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্ৰী মুক্তার আব্বাস নকভি বলেছেন অন্যান্য রাজ্যে এনআরসি-র কোনও পরিকল্পনা এই মুহূর্তে সরকারের হাতে নেই। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নকভি বলেছেন,যে ধরনের গুজন ছড়ানো হচ্ছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সমাজে অশান্তি,বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই কিছু লোক এমন গুজব ছড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী বলেন,শীঘ্ৰই আমরা সবকিছুরই ইতিবাচক দিকটা তুলে ধরতে পারবো। তিনি বলেন,নাগরিকত্ব সংশোধনী আইন বা ‘ক্যা’তে কোনও ভারতীয়র নাগরিকত্ব খোয়ানোর মতো কোনও বিষয়ই সন্নিবিষ্ট করা হয়নি। তাই মুসলিম সহ কোনও সম্প্ৰদায়েরই এতে আশঙ্কিত হবার কোনই কারণ নেই।

নকভি আরও বলেন,নাগরিকত্ব বিলের প্ৰক্ৰিয়া শুরু হয়েছিল সেই ২০০৩ সালে। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিংও পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন। তবে মোদি সরকারের আমলে খ্ৰিস্টান,শিখ,বৌদ্ধ,জৈন,পার্শিদেরও ওই তালিকায় রাখা হয়েছে। নকভি বলেন,বর্তমানে এনআরসি শুধু অসমের ক্ষেত্ৰেই প্ৰযোজ্য। দেশের অন্য রাজ্যে এনআরসি করা নিয়ে আপাতত সরকারের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন,নাগরিক পঞ্জি শুধু ভারতীয়দের জন্য। সেখানে পৃথক করে মুসলিমদের কথা আদৌ বলা হয়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com