Begin typing your search above and press return to search.

হাজেলার বদলির নির্দেশ সম্পর্কে সময় চেয়ে সুপ্ৰিম কোর্টকে প্ৰস্তাব কেন্দ্ৰের

হাজেলার বদলির নির্দেশ সম্পর্কে সময় চেয়ে সুপ্ৰিম কোর্টকে প্ৰস্তাব কেন্দ্ৰের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Oct 2019 8:24 AM GMT

গুয়াহাটিঃ এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার বদলির ব্যাপারে সমস্ত আনুষঙ্গিকতা সম্পূর্ণ করার জন্য আর কিছুটা সময় বাড়াতে চেয়ে কেন্দ্ৰ বৃহস্পতিবার সুপ্ৰিম কোর্টের কাছে প্ৰস্তাব রেখেছে। এদিকে হাজেলাকে মধ্যপ্ৰদেশে বদলির ব্যাপারে অসম সরকার ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে। গত ১৮ অক্টোবর শীর্ষ আদালত সাত দিনের মধ্যে হাজেলাকে মধ্যপ্ৰদেশে বদলি করতে কেন্দ্ৰ ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সর্বোচ্চ আদালত প্ৰাসঙ্গিক রুলস ও রেগুলেশনের অধীনে সর্বোচ্চ সময়ের জন্য হাজেলাকে ডেপুটেশনে মধ্যপ্ৰদেশে ইন্টার-ক্যাডার ট্ৰ্যান্সফার করার নির্দেশ দিয়েছিল।

তবে অসম সরকার চূড়ান্ত এনআরসি থেকে নামছুটদের রিজেকশন অর্ডারের কপি ইস্যু করার বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে হাজেলাকে কিছুদিন রাজ্যে রাখার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে প্ৰস্তাব রেখেছিল।

অন্যদিকে,হাজেলার বদলির ব্যাপারে আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য কেন্দ্ৰ তাঁর রাজ্যে থাকার সময় বাড়াতে চেয়ে বৃহস্পতিবার সুপ্ৰিম কোর্টের কাছে প্ৰস্তাব দেয়।

কেন্দ্ৰের কৌশুঁলি শীর্ষ আদালতকে বলেছেন,সরকার ১৯৯৫ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার হাজেলাকে বদলি করার পদক্ষেপ নিয়েছে যদিও ‘প্ৰক্ৰিয়াগত আনুষঙ্গিক কাজগুলো সম্পূর্ণ করতে আরও কিছুটা সময়ের প্ৰয়োজন হবে’। ওদিকে,রাজ্যে চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে ১৯ লক্ষাধিক লোকের নাম বাদ পড়েছে। তাই এনআরসি ছুট এই সমস্ত ব্যক্তিদের ‘রিজেকশন অর্ডার’ ইস্যু করা এই মুহূর্তে বিশেষ করে এনআরসি কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য,২০১৯-এর ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হয়েছিল। এনআরসি থেকে বাদ পড়া এই সমস্ত ব্যক্তিদের ১২০ দিনের মধ্যে বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)আবেদন জানানোর কথা ছিল। ইতিপূর্বে বলা হয়েছিল রিজেকশন অর্ডার পাওয়ার ১২০ দিনের মধ্যেই এনআরসি ছুটদের বিদেশি ট্ৰাইবুনালের দ্বারস্থ হতে। চূড়ান্ত এনআরসি থেকে এই সমস্ত লোকের নাম কেন বাদ দেওয়া হয়েছে রিজেকশন অর্ডারে তার উল্লেখ থাকবে।

রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য রাজ্যের মোট ৩,৩০,২৭,৬৬১ জন ব্যক্তি আবেদন জানিয়েছিলেন। এর মধ্যে ৩,১১,২১,০০৪ জন ব্যক্তির নাম এনআরসিতে অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হয়েছে। চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জন ব্যক্তির নাম।

ওদিকে শীর্ষ আদালত হাজেলাকে হঠাৎ বদলি করার কোনও কারণ উল্লেখ করেনি যদিও তবে আশঙ্কা করা হচ্ছে,আইএএস অফিসার হাজেলা চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর তাঁর প্ৰাণনাশের কোনও হুমকি পেয়ে থাকতে পারেন। সুপ্ৰিম কোর্ট চূড়ান্ত এনআরসি নিয়ে আগামি ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যে উপনির্বাচনে ৩টি আসন দখলে রেখেছে বিজেপি,এআইইউডিএফ জয়ী ১টিতে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man held for allegedly raping a Girl in Powai under Digboi PS

Next Story
সংবাদ শিরোনাম