Begin typing your search above and press return to search.

অর্থনীতির হাল ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকারঃ সীতারামন

অর্থনীতির হাল ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকারঃ সীতারামন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Aug 2019 7:44 AM GMT

গুয়াহাটিঃ দেশের বর্তমান অর্থনৈতিক অবনতির অবসানে কোনও চরম সময়সীমা দিতে অস্বীকার করলেও কেন্দ্ৰীয় সরকার আর্থিক অবস্থা চাঙ্গা করতে খুব শিগগিরই বেশকিছু ফলপ্ৰসূ পদক্ষেপের কথা ঘোষণা করবে। কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন গুয়াহাটিতে একথা বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্ৰী। তিনি বলেন,ভারত বিশ্বের ক্ৰম বর্ধিষ্ণু অর্থনীতি যদিও সম্প্ৰতি শিল্পদ্যোগগুলো বর্তমান অর্থনীতির সমস্যা নিয়ে যে আশঙ্কা প্ৰকাশ করেছে তার পরিপ্ৰেক্ষিতে সরকার সম্প্ৰতি কিছু ব্যবস্থার কথা ঘোষণা করেছে। সীতারামন বলেন,অর্থনীতিকে টেনে তুলতে সরকার লাগাতার চেষ্টা করে যাচ্ছে। পরিকাঠামো উন্নয়নেই আমরা অগ্ৰাধিকার দিচ্ছি। শিল্পোদ্যোগের প্ৰতিনিধি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে পারস্পরিক মত বিনিময় চলছে। দেশের অর্থনীতিকে টেনে তুলতে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে প্ৰত্যক্ষ বিদেশি বিনিয়োগের(এফডিআই)পথ প্ৰশস্ত করতে সরকার বিশেষ অগ্ৰাধিকার দিচ্ছে। তিনি বলেন,সরকার আগামি কয়েকদিনের মধ্যেই সমস্ত জিএসটি রিফান্ডিং ক্লিয়ার করে দেবে।

কেন্দ্ৰীয় অর্থ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী অনুরাগ সিংকে সঙ্গে নিয়ে সীতারামন এখানে এসেছেন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কর প্ৰশাসন,ট্যাক্স কনসালটেন্টেস,বাণিজ্যিক সংস্থা ও শিল্পদ্যোগগুলির উন্নয়নে আলোচনার উদ্দেশ্য নিয়ে।

দেশের দুর্বল অর্থনীতি কবে পর্যন্ত ট্ৰ্যাকে ফিরবে সে সম্পর্কে সীতারামন কোনও সময়সীমা দিতে পারেননি। তবে তিনি বলেন,সিঙ্গল ব্ৰ্যান্ড রিটেল,কন্ট্ৰাক্ট ম্যানুফ্যাকচারিং,কয়লা খনন ও ডিজিটাল মিডিয়ায় প্ৰত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম কানুন অনেকটাই শিথিল করা হয়েছে। সীতারামন বলেন,সরকার বসে নেই। অর্থনীতির হাল ফেouরাতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কাশ্মীরে ৩৭০ ধারা রদ করল কেন্দ্ৰীয় সরকার,এখন জম্মু ও কাশ্মীর এবং লদাখ হচ্ছে কেন্দ্ৰশাসিত অঞ্চল

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Birth Anniversary of Major Dhyan Chand was observed in Lumding

Next Story
সংবাদ শিরোনাম