চাইদুয়ার কলেজ,গহপুর রিক্ৰুটমেন্ট ২০২০

চাইদুয়ার কলেজ,গহপুর রিক্ৰুটমেন্ট ২০২০

চাইদুয়ার কলেজ,গহপুর রিক্ৰুটমেন্ট ২০২০

চাইদুয়ার কলেজ,গহপুরে ইউজিসি পে স্কেলে নিম্নলিখিত অ্যাসিস্টান্ট প্ৰফেসরের মঞ্জুরিকৃত পদে নিয়োগের জন্য ডিএইচই,অসম-এর নির্ধারিত ফরম্যাটে সম্পূর্ণ বায়োডাটা এবং প্ৰাসঙ্গিক টেস্টিমোনিয়েলসের অ্যাটাস্টেড কপি সহ প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,(অসমিয়া)

পদের সংখ্যাঃ ১(একটি)এসসি-র জন্য সংরক্ষিত(রোস্টার পয়েন্ট নং ৩৬)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ইকনোমিক্স)

পদের সংখ্যাঃ ১(একটি)ওবিসি/এমওবিসি-র জন্য সংরক্ষিত(রোস্টার পয়েন্ট নং ৪৭)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(কমার্স)

পদের সংখ্যাঃ ১(একটি)এসটি(এইচ)-এর জন্য সংরক্ষিত(রোস্টার পয়েন্ট নং ৩০)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(বোড়ো)

পদের সংখ্যাঃ ১(একটি)এসটি(পি)-র জন্য সংরক্ষিত(রোস্টার পয়েন্ট নং ৪৫)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(বোড়ো)

পদের সংখ্যাঃ ১(একটি)অসংরক্ষিত(রোস্টার পয়েন্ট নং ৪৬)

যোগ্যতার মাপকাঠিঃ প্ৰার্থীদের ইউজিসি নর্মসের সঙ্গে নেট/শ্লেট/সেট বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদে নিয়োগের জন্য। ইউজিসি নর্মস অনু্যায়ী(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ডেড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন ২০০৯(নট ফ্ৰম অফ-ক্যাম্পাস)অনু্যায়ী যে সমস্ত প্ৰার্থীদের পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের কলেজে অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদে নিয়োগের ক্ষেত্ৰে ন্যূনতম যোগ্যতা নেট/শ্লেট/সেট থেকে ছাড় দেওয়া হবে।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীদের বয়স যেন ৩৮ বছরের বেশি না হয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর ছাড় থাকছে এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ছাড় থাকছে ৩ বছর।

নোটঃ প্ৰার্থীদের স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং জানা চাই স্থানীয় ভাষা।

টু অ্যাপ্লাইঃ আবেদনপত্ৰের সঙ্গে ২০০০(দুহাজার)টাকার ডিমান্ড ড্ৰাফট প্ৰিন্সিপাল,চাইদুয়ার কলেজের অনুকূলে পেয়েবল অ্যাট এসবিআই বালিজান ব্ৰাঞ্চের হতে হবে। ১১-০২-২০২০ তারিখে এই বিজ্ঞাপন প্ৰকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্ৰ পৌঁছতে হবে।

Details: Click Here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com