Begin typing your search above and press return to search.

রাজনীতির জন্য ড.এসপি মুখার্জি পুরস্কারে সম্মানিত মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল

রাজনীতির জন্য ড.এসপি মুখার্জি পুরস্কারে সম্মানিত মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Feb 2020 9:09 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে রাজনীতির জন্য মর্যাদাসম্পন্ন ড.শ্যামাপ্ৰসাদ মুখার্জি পুরস্কার ২০২০ দিয়ে সম্মানিত করা হয়েছে। গুজরাটের টেন্ট সিটি নর্মদায় শুক্ৰবার ষষ্ঠ ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভে সোনোয়ালকে এই সম্মানে ভূষিত করা হয়। ইন্ডিয়া ফাউন্ডেশন এই পুরস্কারের আয়োজক। বিদেশমন্ত্ৰী এস জয়শংকর এবং পিপলস মজলিশ অফ মালদ্বীপের অধ্যক্ষ মহম্মদ নসিদ পুরস্কারটি সোনোয়ালের হাতে তুলে দেন। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি মানপত্ৰ,একটি বিশেষ নকশা খচিত ট্ৰফি এবং এক লক্ষ টাকার একটি চেক।

পুরস্কার গ্ৰহণ করে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,এই পুরস্কার তাঁকে জাতীয় সংহতির স্বার্থে কাজ করতে অনুপ্ৰেরণা জোগাবে এবং সেই সঙ্গে ড.শ্যামপ্ৰসাদ মুখার্জির দৃষ্টিভঙ্গি ও দর্শনকে এগিয়ে নিতে সাহা্য্য করবে। মুখ্যমন্ত্ৰী পুরস্কারটি অসমের মানুষের উদ্দেশে উৎসর্গ করেন,যারা জনজীবনে অনুপ্ৰেরণা ও পথপ্ৰদর্শকের মূল সূত্ৰ।

মুখ্যমন্ত্ৰী বলেন,ড.শ্যামাপ্ৰসাদ মুখার্জি ভারত মাতার প্ৰকৃত সন্তান,একজন প্ৰকৃত জাতীয়তাবাদী ও দেশপ্ৰেমিক ছিলেন। তাঁর আদর্শ ও চিন্তাভাবনা যেকোনও ধরনের ব্যক্তিগত উচ্চাকাঙ্খার ঊর্ধ্বে ছিল। তিনি সবসময় ভারতের কথা ভেবেছেন,ভারতের জন্যই তিনি বেঁচেছিলেন এবং শেষপর্যন্ত ভারতের জন্যই প্ৰাণ দিয়েছেন। সোনোয়াল আরও বলেন,ড.মুখার্জিই বিকল্প রাজনীতি,আদর্শ এবং বিকল্প চিন্তাভাবনা নিয়ে ভারতীয় জনসংঘের প্ৰতিষ্ঠা করেছিলেন,যা আজও নীতি নির্ধারণ ও চিন্তাভাবনার ক্ষেত্ৰে অনুপ্ৰেরণা জুগিয়ে যাচ্ছে। জাতীয় সংহতি শক্তিশালী করতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সবিধানের ৩৭০ এবং ৩৫(এ)ধারা বাতিলে যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন সেই প্ৰসঙ্গে সোনোয়াল বলেন,দেশকে ঐক্যবদ্ধ করতে এই কাজ করে তাঁরা লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের অসম্পূর্ণ কাজই সম্পূর্ণ করেছেন।

তিনি বলেন,পুরস্কারের এই পদক্ষেপ গ্ৰহণে এটা শুধু শ্যামাপ্ৰসাদ মুখার্জির ‘এক নিশান এক প্ৰধান এক সংবিধানের উদ্দেশ্যই পূরণ করবে না,এটা এক ভারত শ্ৰেষ্ঠ ভারত’-এর মাহাত্ম্যকেও আরও শক্তিশালী করবে-মনে করেন সোনোয়াল। তিনি আরও বলেন,নরেন্দ্ৰ মোদিই দেশের প্ৰথম প্ৰধানমন্ত্ৰী যিনি উত্তরপূর্বাঞ্চলের সম্ভাবনাকে আবিষ্কার করেছেন। দায়িত্ব নেবার পর থেকেই উত্তরপূর্বের উন্নয়ন ত্বরান্বিত করতে মোদি লাগাতার কাজ করছেন-বলেন মুখ্যমন্ত্ৰী।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পরীক্ষা শেষ হবার পরই রাজ্যে ফের ক্যা বিরোধী আন্দোলন জোরদার করে তুলবে আসু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two-persons apprehended in Sarupathar, Arms recovered

Next Story
সংবাদ শিরোনাম