Begin typing your search above and press return to search.

তিন তলা থেকে নিচে চলন্ত রিকশায় গিয়ে পড়লো শিশু

তিন তলা থেকে নিচে চলন্ত রিকশায় গিয়ে পড়লো শিশু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Oct 2019 1:02 PM GMT

একটা শিশু খেলায় মগ্ন থাকার সময় হঠাৎই বাড়ির তিন তলা থেকে নিচে পড়ে যায়। শিশুটি কিন্তু মাটিতে পড়েনি,পথ চলতি একটি রিকশার পিছনের সিটে আছড়ে পড়ে সে। হাড় হিম করা এই দৃশ্যটি বন্দি হয় পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ল্যান্সে। দৈবক্ৰমে বেঁচে যায় শিশুটি। ঘটনাটি ঘটে মধ্যপ্ৰদেশের তাকমগড়ে। ঘটনার সময় রিকশাওয়ালা ধীরে সুস্থেই ওই পথ ধরে রিকশা চালিয়ে যাচ্ছিল। আচমকা শিশুটি রিকশার পিছনের সিটে পড়ার পর হকচকিয়ে যান রিকশা চালক। ঘটনার দৃশ্য দেখতে পেয়ে আশে পাশের লোকজনও ছুটে আসেন।

সংবাদ সংস্থার মতে,শিশুর বাবা আশিষ জৈন বলেন,তিন তলায় তার ছোট্ট ছেলেটি পরিবারের লোকজনের সঙ্গে খেলছিল। হঠাৎই সে ভারসাম্য হারিয়ে রেলিং থেকে পড়ে যায়। হাসপাতালে পরীক্ষার পর তার ছেলে সুস্থ ও বিপদমুক্ত রয়েছে বলে জৈন দাবি করেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নতুন যানবাহন আইন,কুকুরের মাথায়ও হেলমেট

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Leopard caged at Cinemora Tea Estate in Jorhat

Next Story
সংবাদ শিরোনাম