শহিদ জওয়ান নিরোদ শর্মা ও সুনীল কলিতার পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্ৰীর

শহিদ জওয়ান নিরোদ শর্মা ও সুনীল কলিতার পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার নলবাড়ি জেলার দহকোনিয়ায় শহিদ সিআরপিএফ জওয়ান নিরোদ শর্মার বাড়িতে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং এএসআই শর্মার প্ৰতিকৃতিতে ফুল দিয়ে শ্ৰদ্ধা জানান। উল্লেখ্য,সম্প্ৰতি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্ৰাণ হারান সাহসী জওয়ান নিরোদ শর্মা। মুখ্যমন্ত্ৰী শহিদের বিধবা পত্নী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনার জন্য গভীর শোক প্ৰকাশ করেন।

এদিন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ২০ লক্ষ টাকার একটি চেক শহিদ পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দেন। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি পাঠানো একটি শোকবার্তাও মুখ্যমন্ত্ৰী পরিবারটির হাতে তুলে দেন।

শহিদ সিআরপিএফ জওয়ানের আদ্য শ্ৰাদ্ধানুষ্ঠানে উপস্থিত থেকে সোনোয়াল বলেন,শহিদের এই আত্মত্যাগ তরুণ ও যুব প্ৰজন্মকে অনুপ্ৰাণিত করবে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে তাদের উৎসাহ জোগাবে। মুখ্যমন্ত্ৰী আরও বলেন,শর্মার এই আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তিনই বলেন,দেশের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে রাজ্য ও কেন্দ্ৰীয় সরকার একযোগে কাজ করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ।

শহিদের জীবন ও কর্মরাজি স্মরণে এদিন একটি মুখপত্ৰও প্ৰকাশ করেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল।

সেচ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী ভবেশ কলিতা,বিধায়ক আঙুরলতা ডেকা,ঋতুপর্ণ বরুয়া,অশোক শর্মা,মনেশ্বর ব্ৰহ্ম,এটিডিসির ভাইস চেয়ারম্যান নবদ্বীপ কলিতা,নলবাড়ির জেলাশাসক বি বি দেব চৌধুরী মুখ্যমন্ত্ৰীর সফরকালে ওই স্থানে উপস্থিত ছিলেন।

এদিন বিকেলের দিকে মুখ্যমন্ত্ৰী আরও এক শহিদ জওয়ান সুনীল কলিতার বাড়িতেও যান। শহিদ সিআরপিএফ জওয়ান সুনীল কলিতার বাড়ি কামরূপ জেলার রঙিয়ার অধীনস্থ ডিমুতে। ঝাড়খণ্ডে সম্প্ৰতি মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শদিদ হন সুনীল কলিতা। মুখ্যমন্ত্ৰী সাহসী জওয়ান কলিতার প্ৰতিকৃতিতে মালা দিয়ে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান। শহিদের বিধবা পত্নী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলে শোক ব্যক্ত করেন মুখ্যমন্ত্ৰী। আর্থিক সাহা্য্য হিসেবে শহিদ কলিতার পরিবারকেও ২০ লক্ষ টাকার একটি চেক তুলে দেন তিনি। এছাড়া শহিদ পরিবারের প্ৰতি স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর পাঠানো শোকবার্তাটিও শোকস্তব্ধ পরিবারের হাতে তুলে দেন সোনোয়াল। কাশ্মীর এবং ঝাড়খন্ডে সন্ত্ৰাসী ও মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যেই বেশ কজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com