ক্যাব পাসের আগে অসমের ভুমিপুত্ৰদের সাংবিধানিক রক্ষাকবচের দাবি অগপ-র

ক্যাব পাসের আগে অসমের ভুমিপুত্ৰদের সাংবিধানিক রক্ষাকবচের দাবি অগপ-র

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)পাসের প্ৰাক্কালে অসমের ভূমিপুত্ৰ অর্থাৎ খিলঞ্জিয়া মানুষের সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে আঞ্চলিক দল অসম গণ পরিষদ(অগপ)। নতুন দিল্লিতে সম্প্ৰতি স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে ক্যাব নিয়ে আলোচনার পর অগপ সভাপতি অতুল বরা ইঙ্গিত দিয়েছিলেন,দল নতুনরূপে আনা ক্যাব মেনে নিতে পারে। অসম চুক্তির ৬ নং দফা রূপায়ণে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক তাদের আশ্বাস দেওয়ার রিপোর্টও পাওয়া গিয়েছিল। অতুল বরা ক্যাব মেনে নেওয়ার ওই ইঙ্গিত দেওয়ার পর রাজ্যে আঞ্চলিক দলটিকে প্ৰচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়। বৃহস্পতিবার এখানে ক্যাব ও অসম চুক্তির ৬নং শর্ত নিয়ে দলের অবস্থান সম্পর্কে অগপ বিধায়িনী দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্ৰতিবাদের রোষে পড়ে এই বৈঠকে অগপ ক্যাব সম্পর্কে তাদের সুর কিছুটা পাল্টে নেয়। বৈঠক শেষে অগপ-র কার্যনির্বাহী সভাপতি এবং জলসম্পদ,আইটি প্ৰত্নতত্ত্ব বিভাগের মন্ত্ৰী কেশব মহন্ত সাংবাদিকদের বলেন,বৈঠকে গৃহীত সুপারিশগুলি সম্পর্কে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহকে চিঠি দিয়েছে দল। ‘সংসদে ক্যাব পাসের আগে কেন্দ্ৰীয় সরকারকে অসম চুক্তির ৬নং শর্ত অনু্যায়ী রাজ্যের ভূমিপুত্ৰ মানুষের সাংবিধানিক রক্ষাকবচের নিশ্চয়তা প্ৰদান করতে হবে। অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গত ৩৫ বছর ধরে আমরা রাজ্যের ভূমিপুত্ৰ মানুষের সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা করার পক্ষে কথা বলে এসেছি। কিন্তু আজ অবধি রাজ্যের ভূমিপুত্ৰদের জন্য সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা করা হয়নি’।

কেন্দ্ৰীয় সরকার অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে সম্প্ৰতি উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করেছে। মহন্ত উল্লেখ করেন,‘অসমের মানুষ নিজেদের সংস্কৃতি,ভাষা এবং অস্তিত্বের ক্ষেত্ৰে নেমে আসা হুমকিতে আশঙ্কিত। তাই অসম বিধানসভা এবং সংসদেও আসন সংরক্ষাণের দাবি জানিয়েছে দল’।

‘রাজ্য বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ১০০টি আসন ভূমিপুত্ৰ অর্থাৎ খিলঞ্জিয়া মানুষের জন্য সংরক্ষিত করতে হবে। একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভায়ও অসমের জন্য অনুরূপ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে অগপ’। লোকসভায় অসমের জন্য ১১টি ও রাজ্যসভায় ৭টি আসন রয়েছে।

তিনি আরও বলেন,‘সমস্ত স্থানীয় পর্ষদ এবং সরকারি চাকরিতে ভূমিপুত্ৰদের জন্য আসন সংরক্ষণ করতে হবে’। রাজ্যের ৬ জনগোষ্ঠী চুটিয়া,মটক,মরান,কোচ-রাজবংশী,তাই-আহোম এবং চা জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়া সহ একগুচ্ছ প্ৰস্তাব স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর উদ্দেশে পাঠিয়েছে অগপ। উল্লেখ্য,অসম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা অগপর প্ৰতিষ্ঠাতা সভাপতি প্ৰফুল্ল কুমার মহন্ত বৈঠকে উপস্থিত ছিলেন না। মহন্ত গোড়া থেকেই ক্যাবের তীব্ৰ বিরোধিতা করে আসছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mahila Congress staged protest against PM Modi-led BJP Govt in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com