কোভিড-১৯ চিহ্নিত করতে ইন্টারেক্টিভ ওয়েবসাইট চালু করল মাইক্ৰোসফট

কোভিড-১৯ চিহ্নিত করতে ইন্টারেক্টিভ ওয়েবসাইট চালু করল মাইক্ৰোসফট

গুয়াহাটিঃ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্ৰমণ চিহ্নিত করতে মাইক্ৰোসফট কোভিড-১৯ একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইট দেশওয়াড়ি সংক্ৰমণের বর্তমান স্ট্যাটেটিক্স,অ্যাকটিভ কেসেস,মৃত্যুর ঘটনা এবং রোগ জীবাণু থেকে মুক্ত হওয়ার তথ্য তুলে ধরেছে। ওয়েবসাইট লিংক হচ্ছেঃ https://www.bing.com/covid

ওয়েবসাইটের মতে,করোনা ভাইরাসে আক্ৰান্তের মোট নিশ্চিত সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯,৬৬১। এর মধ্যে,অ্যাকটিভ কেস হচ্ছে ৮৫,৩৭৭। জীবাণু থেকে মুক্ত হয়েছেন ৭৭৭৬৬ জন। মৃতের সংখ্যা ৬৫১৮। রিপোর্টটির মতে,গুগল মার্কিন নাগরিকদের কল্যাণে একটি পোর্টাল আনছে। কম্পানি পরে জানিয়েছে,দেশব্যাপী ওয়েবসাইট উদ্ভাবনে তারা মার্কিন সরকারের সঙ্গে কাজ করছে। কোভিড-১৯ এর লক্ষণ,ঝুঁকি এবং পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য এই ওয়াবসাইটে অন্তর্ভুক্ত করা হবে।

ভারতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনৈতিক আধিকারিক,রাষ্ট্ৰপুঞ্জ/আন্তর্জাতিক সংস্থা,নিয়োগ,প্ৰজেক্ট ভিসা ছাড়া বর্তমানে সব ধরনের ভিসা ২০২০-র ১৫ এপ্ৰিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। গত ১৩ মার্চ থেকে কার্যকর হয়েছে এই ব্যবস্থা। স্বাস্থ্য মন্ত্ৰক জানিয়েছে একথা। এদিকে অসম সরকার করোনা সংক্ৰমণ রুখতে সব শিক্ষা প্ৰতিষ্ঠান,জিমনাশিয়াম,সুইমিং পুল এবং সিনেমা হল ইত্যাদি ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রবিবার বিকেলে গুয়াহাটির খানাপাড়া স্থিত আসাম অ্যাডমিনিস্ট্ৰেটিভ স্টাফ কলেজে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বলেন,রাজ্যে করোনা ছড়ানো রুখতেই প্ৰাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জনগণকে রোগ সম্পর্কে সাবধান থাকতে এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালাতে একটা অভিন্ন সেচ্ছামূলক তহবিল গড়ে তুলতে ভারত সার্ক সদস্য দেশগুলোর কাছে দশ লক্ষ মিলিয়ন ডলার সাহা্য্যের প্ৰস্তাব রেখেছে। করোনার বিরুদ্ধে লড়াই চালাতে একটি যৌথ পরিকল্পনা গ্ৰহণের লক্ষ্যে সার্ক সদস্যভুক্ত আটটি দেশ রবিবার এক ভিডিও কনফারেন্সে মিলিত হয়। বিশ্বের কূটনৈটিক ইতিহাসে এই সম্মেলন এক অভূতপূর্ব পদক্ষেপ। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এই ভিডিও কনফারেন্সের প্ৰস্তাব দিয়েছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্ৰান্ত ১০৭

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Hawker knocked down by speeding car in Jorhat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com