Begin typing your search above and press return to search.

কামাখ্যায় সিআইডি-র তল্লাশি অভিযান

কামাখ্যায় সিআইডি-র তল্লাশি অভিযান

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Feb 2020 11:45 AM GMT

গুয়াহাটিঃ ক্ৰিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের(সিআইডি)একটি দল বুধবার মহানগরীর কামাখ্যায় রিজু শর্মার বাড়িতে তল্লাশি অভি্যান চালায়। শর্মা তদানীন্তন কামাখ্যা দেবোত্তর বোর্ডের প্ৰাক্তন সদস্য ছিলেন। কামাখ্যা দেবালয়ের কয়েক কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভি্যোগেই সিআইডি-র দলটি শর্মার বাড়িতে হানা দেয়। সিআইডি ওই বাড়ি থেকে বেশকিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করেছে।

সম্প্ৰতি সুপ্ৰিমকোর্ট এই বিষয় নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে দাখিল করতে সিআইডিকে বলেছিল ওই নির্দেশে।

কোর্টের এই নির্দেশের পরই সিআইডি ঘটনাটি সম্পর্কে(১/২০২০ ইউ/এস ১২০(বি)৪০৬/২০১ আইপিসি)নম্বরে একটি মামলা নথিভুক্ত করে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিটিএডি-র ৪০-টি আসনে বিপিএফ-এর বিরুদ্ধে লড়বে ইউপিপিএল

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Condition of Mising Community at Dikhaumukh in Sivasagar

Next Story
সংবাদ শিরোনাম