কামরূপ জেলার বকোতে ঘূর্ণি ঝড়ের তাণ্ডব

কামরূপ জেলার বকোতে ঘূর্ণি ঝড়ের তাণ্ডব

বকোঃ কামরূপ জেলার বকো বিধানসভা কেন্দ্ৰের এক্তিয়ারভুক্ত এলাকার ওপর দিয়ে শনিবার রাতে বিধ্বংশী ঘূর্ণি ঝড় বয়ে যায়। প্ৰবল ঝড়ে অঞ্চলটিতে সহস্ৰাধিল পাছপালা ভেঙে পড়ে।শতাধিক বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দীঘলি গ্ৰামে একটি যাত্ৰীবাসে গাছ ভেঙে পড়ায় বাসটির প্ৰভূত ক্ষতি হয়। তবে সৌভাগ্যক্ৰমে বাসের আরোহীরা প্ৰাণে বেঁচে গেছেন। বাসটি গোয়ালপাড়া জেলার ধূপধরা থেকে কামরূপ জেলার নগরবেরা অভিমুখে যাচ্ছিলো। ঘূর্ণি ঝড় শুধু কামরূপ জেলায়ই নয়,কামরূপ ও গোয়ালপাড়া জেলার সীমান্ত এলাকায় রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে। বকোর শাকহতি বিষ্ণু রাভা লোয়ার প্ৰাইমারি স্কুলের উপর একটি বিশাল গাছ সমূলে ভেঙে পড্ৰায় স্কুল বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঝড় ধুপধরার সাপ্তাহিক বাজার এলাকারও বিস্তর ক্ষতিসাধন করে।

রাভা হাসং স্বশাসিত পরিষদের সাধারণ সদস্য পঞ্চমী রাভা জানান,ঝড়ের তীব্ৰতা ছিল ভয়ঙ্কর। কামরূপ জেলার বোন্দাপারা,খাতাজুলি,জামলাই এবং কল্যাণপুরে এবং গোয়ালপাড়া জেলার ধুপধরা,দীঘলি ও বাগডোবার বিস্তর ক্ষতি করেছে ঝড়। বাতাসের ঝাপটা বহু টিনের চাল ধানের জমিতে নিয়ে ফেলেছে। গুয়াহাটির আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে,আগামি চার-পাঁচদিনের মধ্যে অসম,মেঘালয়,নাগাল্যান্ড,মণিপুর,মিজোরাম ও ত্ৰিপুরায় ঘণ্টায় ৪০.৫০ কিলোমিটার বেগে ঘূর্ণি ঝড়ের প্ৰবল সম্ভাবনা রয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com