গুয়াহাটি-আইজলের মধ্যে বিমান উড়ান চালু হলো

গুয়াহাটি-আইজলের মধ্যে বিমান উড়ান চালু হলো

গুয়াহাটিঃ গো-এয়ার মঙ্গলবার গুয়াহাটি ও আইজলের মধ্যে সরাসরি বিমান সেবা চালু করেছে। গুয়াহাটি-আইজলের মধ্যে প্ৰতিদিনই এই বিমান চলবে। এই বিমান সেবা চালু হওয়ায় কর্মরত ব্যক্তি,ভ্ৰমণকারী,রোগী,মিজোরামের ছাত্ৰ সমাজের কাছে একটা বড় ধরনের স্বস্তি বলে বিবেচনা করা হচ্ছে। বিমান সেবা চালু হওয়ায় গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবেন। তাছাড়া মিজোরামের পর্যটন ব্যবস্থারও উন্নতি হবে। এক প্ৰেস বিবৃতিতে একথা বলা হয়েছে।

এএআই-এনইআর-এর রিজিওনাল এগজিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জিন্দাল গুয়াহাটি বিমান বন্দরে এই উড়ানের উদ্বোধন করেন। গো-এয়ার আইজল-গুয়াহাটি সেক্টরের মধ্যে জি৮-২৪৯ বিমান উড়ানের সূচনা করেছে। বিমানটি আইজলের লেংপুই বিমান বন্দরে অবতরণ করার পর এয়ার পোর্টস অথরিটি(এএআই)ওয়াটার কেনন স্যালুট দিয়ে বিমানটিকে স্বাগত জানান। বিমানটি লেংপুই থেকে ফেরার সময় সেটির ফ্ল্যাগ অফ করেন মিজোরামের মুখ্যমন্ত্ৰী জোরাম থাঙ্গা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Tokay Gecko recovered in Nagaon, One Arrested

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com