
দিল্লি পাবলিক স্কুল,দুলিয়াজান রিক্ৰুটমেন্ট ২০২০
দিল্লি পাবলিক স্কুল দুলিয়াজান(ডিপিএস সোসাইটি)যে সমস্ত প্ৰার্থীরা বিএড,যেকোনও স্নাতকোত্তর ডিগ্ৰি সম্পূর্ণ করেছেন তাদের ট্ৰেইনড গ্ৰ্যাজুয়েট চিটার পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। আগ্ৰহী এবং যোগ্য প্ৰার্থীদের ২২-০২-২০২০ তারিখের মধ্যে নির্ধারিত ফরম্যাটে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পদের নামঃ ট্ৰেইনড গ্ৰ্যাজুয়েট টিচার
পদের সংখ্যাঃ ২
চাকরির স্থানঃ ডিব্ৰুগড়
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্ৰি,বিএড
অভিজ্ঞতাঃ ন্যূনতম ৩ বছর
ঠিকানাঃ দিল্লি পাবলিক স্কুল সোসাইটি,ডিব্ৰুগড়-অসম ৭৮৬৬০২
বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার
শেষ তারিখঃ ২২-০২-২০২০
নোটঃ উল্লিখিত যোগ্যতা থাকা প্ৰার্থীরা তাদের রিজিউম ডাকযোগে অথবা ই-মেইল অথবা ক্যুরিয়ারে পাঠাতে পারবেন। বিজ্ঞাপন প্ৰকাশের ১০ দিনের মধ্যে প্ৰার্থীদের টু দ্য প্ৰিন্সিপাল,দিল্লি পাবলিক স্কুল,দুলিয়াজান,ডিব্ৰুগড়-অসম-৭৮৬৬০২ এই ঠিকানায় আবেদনপত্ৰ পাঠাতে হবে।
Official Website: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম জব মাল্টিপল ভ্যাকেন্সিস