টেলি যোগাযোগ বিভাগে নিয়োগ ২০২০

টেলি যোগাযোগ বিভাগে নিয়োগ ২০২০
Published on

টেলি যোগাযোগ বিভাগে নিয়োগ ২০২০

১. পদের নামঃ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার

২. পদের সংখ্যাঃ ৯০

৩. বেতনঃ ৪৭,৬০০ টাকা-১,৫১,১০০ টাকা প্ৰতি মাসে।

৪. চাকরির স্থানঃ ভারত জুড়ে

৫. শেষ তারিখঃ ০২-০৩-২০২০

১. পদের নামঃ জুনিয়র টেলিকম অফিসার্স

২.পদের সংখ্যাঃ ১১

৩. বেতনঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা প্ৰতি মাসে

৪. চাকরির স্থানঃ ভারত জুড়ে

শেষ তারিখঃ ০২-০৩-২০২০

বাছাই প্ৰক্ৰিয়াঃ ডেপুটেশন ভিত্তিতে

কিভাবে আবেদন করবেনঃ সব দিক থেকে যোগ্য ও উপযুক্ত প্ৰার্থীরা ০২-০৩-২০২০ তারিখের মধ্যে আথবা তার আগে সংশ্লিষ্ট এলএসএ-র অনুমোদিত কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠাতে পারেন।

সংশ্লিষ্ট এলএসএ-এর অনুমোদিত কর্তৃপক্ষ ডিজি(টি)এইচকিউ-র সঙ্গে পরামর্শ করে বাছাই প্ৰক্ৰিয়া অনুমোদন করবেন।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com