Begin typing your search above and press return to search.

ডেপুটি কমিশনার,গোলাঘাট রিক্ৰুটমেন্ট ২০২০

ডেপুটি কমিশনার,গোলাঘাট রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Feb 2020 1:31 PM GMT

ডেপুটি কমিশনার,গোলাঘাট রিক্ৰুটমেন্ট ২০২০

সরকারি চিঠি(১)নং ইএলই ৭৫/২০১৫/৩০ তাং ০৯-০৩-২০১৮

(২)এন ইএলই ৭৫/২০১৫/৩১ তাং ০৯-০৩-২০১৮(৩)নং জিএজি(বি)১৯৬/২০১০/পিটি-১/৩৩ তাং ১২/০৭/২০১৯ (৪)নং জিএজি(বি)১৯৬/২০১০/পিটি-১/৩৬/৩৭ তাং ২১-১০-২০১৯ এবং নং এফএসআই ৫/২০০৫/পিটি-২/১২১ তাং ২০-০৬-২০১৯ অনু্যায়ী জেলাশাসক গোলাঘাটের সম্মিলিত প্ৰতিষ্ঠানে নিম্নলিখিত জুনিয়র অ্যাসিস্টেন্ট,পিয়ন চৌকিদার পদে নিয়োগের জন্য আসাম গ্যাজেটের পার্ট-৯-এ প্ৰকাশিত বিজ্ঞাপনের প্ৰেক্ষিতে স্ট্যান্ডার্ড ফর্মে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছেন। নিচে উল্লেখ করা রুলের অধীনে পে বেন্ডস এবং গ্ৰেড পেও অন্যান্য ভাতা প্ৰযোজ্য হবে পদগুলির জন্য।

পদের নামঃ জুনিয়র অ্যাসিস্টান্ট

পদের সংখ্যাঃ ০৫(পিডব্লিউডি-০১,এসসি-০২,এসটি(পি)-০১.ইউআর-০১)

স্কেল পেঃ পিবি-২-১৪০০০-৬০৫০০+৬২০০ জিপি

শিক্ষাগত যোগ্যতাঃ কলা,বিজ্ঞান ও বাণিজ্যে স্নাতক। এমএসঅফিস,ওয়ার্ড,এক্সেল,পাওয়ার পয়েন্ট,ডিটিপি(ইংরেজি এবং অসমিয়া)বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে ও ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে।

পদের নামঃ পিয়ন

পদের সংখ্যাঃ ০১(পিডব্লিউডি)

স্কেল পেঃ পিবি-১-১২০০০-৫২০০০+৩৯০০ জিপি

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্ৰেণি পাশ

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৪৩ বছর

আবেদন দাখিলের শেষ তারিখঃ ২৯-০২-২০২০

আবেদনপত্ৰ ডাক যোগে নিম্ন লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

খামের উপর কোন পদে আবেদন করছেন লিখে দিতে হবে তা। ঠিকানা অফিস অফ দ্য(ডেপুটি কমিশনার,গোলাঘাট জেলা,পি.ও-গোলাঘাট,পিন-৭৮৫৬২১,আসাম।

প্ৰার্থীরা ডেপুটি কমিশনার গোলাঘাটের কার্যালয়ে রাখা ড্ৰপ বক্সেও আবেদন জমা দিতে পারবেন।

Official Website: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বঙাইগাঁও কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম