ডেপুটি কমিশনার,তিনসুকিয়া রিক্ৰুটমেন্ট ২০২০
ডেপুটি কমিশনার,তিনসুকিয়া রিক্ৰুটমেন্ট ২০২০
জেলাশাসক এবং চেয়ারম্যান,ডিডিএমএ তিনসুকিয়া,ফিল্ড অফিসার,ডিসেস্টার ম্যানেজমেন্ট ২০২০,পদের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছেন। আগ্ৰহী প্ৰার্থীদের কাছ থেকে ফিল্ড অফিসার ডিজেস্টার ম্যানেজমেন্ট,ডুমডুমা রাজস্ব সার্কলে নিয়োগের জন্য সার্টিফিকেটের প্ৰমাণপত্ৰ সহ স্ট্যান্ডার্ড ফরম্যাটে আবেদনপত্ৰ চাওয়া হচ্ছে।
পদের নামঃ ফিল্ড অফিসার
বয়সঃ ২০২০র ১ জানুয়ারি পর্যন্ত ২১ থেকে ৩৫ বছর,সরকারি নিয়ম অনু্যায়ী তফশিলি জাতি/উপজাতি প্ৰার্থীদের ক্ষেত্ৰে বয়সের ক্ষেত্ৰে ছাড় থাকছে।
শেষ তারিখঃ ০৭-০২-২০২০(বিকেল ৩টা পর্যন্ত)
সিলেকশন হবেঃ লিখিত পরীক্ষা/কম্পিউটার টেস্ট/সাক্ষাৎকারের মাধ্যমে
ঠিকানাঃ স্ট্যান্ডার্ড ফরম্যাটে আবেদনপত্ৰ পূরণ করে প্ৰয়োজনীয় টেস্টিমনিয়েলস সহ টু দ্য ডেপুটি কমিশনার অ্যান্ড চেয়ারম্যান,ডিডিএমএ তিনসুকিয়া,০/০ দ্য ডেপুটি কমিশনার,তিনসুকিয়া এই ঠিকানায় পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্ট্যাটেস্টিকস,জিওগ্ৰাফি,পরিবেশ বিজ্ঞান অথবা জিওলজি ইত্যাদি বিষয়ে বিজ্ঞানের স্নাতক অথবা সিভিল ইঞ্জিনিয়ারিঙে কিংবা আর্কিটেকচারে ডিপ্লোমা থাকা চাই। কম্পিউটারে দক্ষতা থাকা প্ৰয়োজন। যে সমস্ত প্ৰার্থীরা বিসিএ অথবা কম্পিউটারের সমপর্যায়ের পাঠক্ৰম সমাপ্ত করেছেন তারা অগ্ৰাধিকার পাবেন।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইআইটি গুয়াহাটি জব ফর জুনিয়র রিসার্স ফেলো ২০২০