Begin typing your search above and press return to search.

কেন্দ্ৰের উন্নয়নমূলক স্কিমগুলো শীঘ্ৰই রূপায়ণ করা হবে,বললেন সাংসদ রাজদীপ রায়

কেন্দ্ৰের উন্নয়নমূলক স্কিমগুলো শীঘ্ৰই রূপায়ণ করা হবে,বললেন সাংসদ রাজদীপ রায়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 July 2019 11:36 AM GMT

শিলচরঃ ড. শ্যামাপ্ৰসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শনিবার বারাণসী থেকে দেশব্যাপী দলে সদস্য সংগ্ৰহ অভি্যানের সূচনা করেন। এই অভি্যানের প্ৰতি লক্ষ্য রেখে এবং অন্যান্য বিষয় নিয়ে কাছাড়ের বিজেপি সাংসদ ড. রাজদীপ রায় এবং দলের জেলা সভাপতি কৌশিক রায় কাছাড়েও এই অভিযানের সূচনা করেছেন। শনিবার ইটখোলায় দলের কার্যালয়ে আয়োজিত এক মিট দ্য প্ৰেস অনুষ্ঠানে কৌশিক রায় বলেন,বিজেপি দলে সদস্য অন্তর্ভুক্তির অভিযান একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইহেতু ‘আমরা আগামি বছরে শুধু কাছাড় জেলায় দলের সদস্য সংখ্যা ২ লক্ষের বেশি বৃদ্ধি করার লক্ষ্যমাত্ৰা নির্ধারণ করেছি। অনলাইনেও সদস্য অন্তর্ভুক্তির ব্যবস্থা থাকছে’।

‘এর পাশাপাশি পঞ্চবর্তী যোজনাও চালু করা হয়েছে। যোজনা অনু্যায়ী বিজেপি সদস্যরা ১৪৬১ টি বুথে পাঁচটি করে চারা গাছ রোপণ করবেন। বিজেপি সদস্যরা এই গাছগুলোর দেখভাল এবং সেগুলো যাতে বেড়ে ওঠে তার যত্নও করবেন’-বলেন তিনি। শিলচরের নব নির্বাচিত সাংসদ সভায় সংসদে তাঁর অভিজ্ঞতা বিশেষ করে ওরিয়েণ্টেশন প্ৰোগ্ৰাম,বাজেট অধিবেশন ও অন্যান্য বিষয়ে প্ৰথমবার বক্তব্য পেশ করেন।

‘আমি অসম ও উত্তর পূর্বাঞ্চল,বরাক উপত্যকা রেল পরিকাঠামো উন্নয়ন,শিলচর থেকে সৌরাষ্ট্ৰ পর্যন্ত ফোর লেন এক্সপ্ৰেস ওয়ে ও জমি অধিগ্ৰহণ সমস্যা সম্পর্কে সংসদে প্ৰশ্ন রেখেছি। আমি আশা করছি সব কাজই সময়ের মধ্যে হয়ে যাবে। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারেও আমরা আলোকপাত করেছি। দেশকে ৫ ট্ৰিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে প্ৰধানমন্ত্ৰী যে সদিচ্ছা প্ৰকাশ করেছেন সেই লক্ষকে বাস্তবায়িত করতে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সবরকমের চেষ্টা জারি থাকবে’-বলেন তিনি। পাবলিক সেক্টর ইউনিট(পিএসইউ),ব্যাংকিং সেক্টর,আরবিআই লোন,মানি লেন্ডটি অ্যান্ড বোরইং বিজনেজ ইত্যাদি সহজতর করা হচ্ছে এবং এই উদ্দেশ্যে ২০২২ সালের মধ্যে গরিব গৃহহীনদের জন্য শুধু গ্ৰামাঞ্চলে প্ৰতি বছর প্ৰায় ২ কোটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও আগামি বছরগুলোতে গ্ৰামাঞ্চলে ১.২৫ লক্ষ কিলোমিটার সড়ক নির্মাণের প্ৰস্তাব রেখেছে সরকার। কাউকে আর বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকতে হবে না। জল সরবরাহ অব্যাহত রাখা,পানীয় জল সরবরাহ,রেললাইন নির্মাণ,আধুনিক রেল স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ,উত্তর-পূর্বের স্টেশনে ছয় মাসের মধ্যে ওয়াই-ফাই-এর ব্যবস্থা,বিদ্যুৎ সরবরঽ,এমএসএমই,পর্যটক,মণিপুরে স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন,নতুন শিক্ষানীতি এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ইত্যাদি প্ৰস্তাব কেন্দ্ৰ রেখেছে বলে তিনি সভায় উল্লেখ করেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শিলচরে সুস্মিতা দেব পরাজিত বিজেপির রাজদীপ রায়ের হাতে

Next Story
সংবাদ শিরোনাম