বগিবিল সেতু নির্মাণের ফলে ক্ষতিগ্ৰস্তদের সঙ্গে বৈঠক করলেন ডিব্ৰুগড়ের জেলাশাসক

বগিবিল সেতু নির্মাণের ফলে ক্ষতিগ্ৰস্তদের সঙ্গে বৈঠক করলেন ডিব্ৰুগড়ের জেলাশাসক

ডিব্ৰুগড়ঃ বগিবিল সেতু নির্মাণের ফলে ক্ষতিগ্ৰস্ত লোকেদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হন ডিব্ৰুগড়ের জেলাশাসক পল্লব গোপাল ঝা। এই মেগা প্ৰকল্প নির্মাণকালে যে সব লোকেদের প্ৰভূত ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন দেওয়া নিয়েই বৈঠকে বিশেষভাবে আলোকপাত করা হয়। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে জেলাশাসক বলেন,সেতু নির্মাণ কালে ব্ৰহ্মপুত্ৰের উভয় তীরের যে সব মানুষের চরম ক্ষতি হয়েছে তাদের একটা তালিকা প্ৰস্তুত করার জন্য প্ৰশাসন সেই বিষয়টির প্ৰতি বিশেষভাবে নজর দিচ্ছে। ক্ষতিগ্ৰস্তদের একটা তালিকা ইতিমধ্যেই প্ৰশাসনের হাতে এসেছে বলে জানান তিনি।

জেলাশাসক সমাবেশে উপস্থিত ব্যক্তিদের জানান,ক্ষতিগ্ৰস্তদের তালিকাটি ডিব্ৰুগড় ও ধেমাজি জেলাশাসকের কার্যালয় এবং উভয় জেলার গ্ৰাম পঞ্চায়েতের কার্যালয়ে দাখিল করা হবে আগামি ৭ জুন। প্ৰকৃত হিতাধিকারীর মধ্যে কেউ যাতে বাদ না পড়ে সে দিকটির প্ৰতিও নজর রাখা হবে। খসড়া তালিকা সম্পর্কে কারো কোনও দাবি বা আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে তাদের তা লিখিতভাবে জানাতে হবে। সেই অনু্যায়ী,ডিব্ৰুগড় প্ৰশাসন আগামি ২৯ জুন খসড়া তালিকাটি প্ৰকাশ করবে। উল্লেখ করা যেতে পারে এই অঞ্চলে অনেক লোক অভ্যন্তরীণ ফেরি সেবা ও অন্যান্য ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু সেতু গড়ে ওঠার পর তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তাই ক্ষতিগ্ৰস্তরা দীর্ঘদিন থেকে তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে আসছিলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com