ডিব্ৰুগড় ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

ডিব্ৰুগড় ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ডিব্ৰুগড় ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগে অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ২টি(দুটি)পদে ঠিকার ভিত্তিতে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ভোজরাজ শেঠ কনফারেন্স হলে ১১-০৩-২০২০ তারিখ বেলা ১০টা থেকে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনু্যায়ী ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

পদের সংখ্যাঃ ০২

শিক্ষাগত যোগ্যতাঃ এমএসসি লাইফ সায়েন্সেস বোটানি সেই সঙ্গে ভালো ধারাবাহিক শিক্ষাগত যোগ্যতার সঙ্গে নেট/শ্লেট/সেট অথবা ইউজিসি রেগুলেশনস ২০০৯-এর অধীনে পিএইচডি,স্পেশালাইজেশন মাইক্ৰোবায়োলজি,এমএসসি বোটানি ধারাবাহিক ভালো অ্যাকাডেমিক ক্যারিয়ার নেট/শ্লেট/সেট অথবা ইউজিসি রেগুলেশন ২০০৯-এর অধীনে স্পেশালাইজেশন সাইটোজেনেক্সি এবং প্ল্যান্ট ব্ৰিডিং-এ যোগ্যতা থাকতে হবে।

বেতনঃ ২৫,০০০ টাকা প্ৰতি মাসে(কনসোলিডেটেড)(যাদের নেট/গেট/সেট অথবা পিএইচডি আছে)এবং ২০০০০ টাকা প্ৰতি মাসে(কনসোলিডেটেড)যাদের নেট/গেট/সেট অথবা পিএইচডি কোনওটা নেই)

আবেদন মাশুলঃ রেজিস্ট্ৰেশন ফি হিসেবে দুশো(২০০)টাকা আদায় দিতে হবে।

কিভাবে আবেদন করবেনঃ আগ্ৰহী সে সব প্ৰার্থীর প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা সমস্ত বায়োডাটার কপি,সব টেস্টিমোনিয়েলসের অ্যাটাস্টেড কপি ও অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰ(যদি থাকে)এবং অরিজিনাল সার্টিফিকেট সহ সাক্ষাৎকারে অবতীর্ণ হতে পারবেন।

ওয়াক ইন ডেটঃ ১১-০৩-২০২০

Details: click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাইটস লিমিটেড রিক্ৰুটমেন্ট ২০২০

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com