ডিগবয় মহিলা মহাবিদ্যালয় রিক্ৰুটমেন্ট ২০২০-অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

ডিগবয় মহিলা মহাবিদ্যালয় রিক্ৰুটমেন্ট ২০২০-অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

ডিগবয় মহিলা মহাবিদ্যালয় রিক্ৰুটমেন্ট ২০২০-অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

ডিগবয় মহিলা মহাবিদ্যালয় অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্ৰার্থী খুঁজছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(হিন্দি)

পদের সংখ্যাঃ ০১

ন্যূনতম বয়সঃ ৩৮ বছর

বয়সে ছাড়ঃ এসসি/এসটি/পিডব্লিউডি-৫ বছর

ওবিসি/এমওবিসি-৩ বছর

মোড অফ সেলারিঃ স্কেল পে

শিক্ষাগত যোগ্যতাঃ

১. প্ৰার্থীর সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর(অথবা সমপর্যায়ের গ্ৰেড লেভেল)

২. এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে নম্বরে ৫ শতাংশ ছাড় থাকছে

৩. পিএইচডি ডিগ্ৰিধারী যারা ১৯৯১-এর ১৯ সেপ্টেম্বরের আশে স্নাতকোত্তর ডিগ্ৰি অর্জন করেছেন তাদের ক্ষেত্ৰে নম্বরে ৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকছে

৪. প্ৰার্থীর নেট/শ্লেট/সেট ক্লিয়ার থাকা যোগ্যতার বাধ্যতামূলক শর্ত। যে সব প্ৰার্থীর ইউজিসির(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউরস ফর দ্য অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন ২০০৯ অনু্যায়ী পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের নেট/শ্লেট/সেটের ন্যূনতম যোগ্যতার শর্ত থেকে রেহাই দেওয়া হবে।

৫. প্ৰার্থীর স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং স্থানীয় ভাষা জানা চাই।

কিভাবে আবেদন করবেনঃ নির্ধারিত ফরম্যাটে সম্পূর্ণ বায়োডাটা ও এইচএসএলসি থেকে পরবর্তী শিক্ষার প্ৰাসঙ্গিক নথিপত্ৰ নির্ধারিত তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছতে হবে। আবেদনের সঙ্গে ২০০০(দুহাজার টাকার)ডিমান্ড ড্ৰাফট(অফেরৎযোগ্য)কেবলমাত্ৰ প্ৰিন্সিপাল,ডিগবয় মহিলা মহাবিদ্যালয়,ডিগবয়ের অনুকূলে পাঠাতে হবে।

শেষ তারিখঃ ২৯-০৩-২০২০

Details: Click here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com