ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,অসম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,অসম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,অসম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,অসম তিনসুকিয়া,মরিগাঁও,চিরাং,ওদালগুড়ি এবং হাইলাকান্দিতে নতুন করে স্থাপিত ৫টি পলিটেকনিক্সে ৫০টি গ্ৰেড থ্ৰি পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

১. পদের নামঃ জুনিয়র অ্যাসিস্টেন্ট

পদের সংখ্যাঃ ১৫(ইউআর-৬,ওবিসি-৪,এসসি-১,এসটিপি-২,এসটিএইচ-১,ইডব্লিউএস-১)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনও বিভাগে স্নাতক। কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটারে ডাটা ও টেক্সট হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে।

বেতনঃ ১৪০০০-৬০,৫০০ উইথ জিপি ৬,২০০ টাকা

২. পদের নামঃ জুনিয়র ইনস্ট্ৰাক্টর

পদের সংখ্যাঃ ২৫(ইউআর-১১,ওবিসি-৬,এসসি-২,এসটিপি-৩,এসটিএইচ-১,ইডব্লিউএস-২)

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসএলসি অথবা টিএসএলসি উত্তীর্ণ আইটিআই অথবা সমপর্যায়ের অ্যাপ্ৰোপ্ৰিয়েট ট্ৰেডের সার্টিফিকেট এবং প্ৰাসঙ্গিক ট্ৰেডে ৫ বছরের অভিজ্ঞতা। তবে সরকারি স্বীকৃত প্ৰতিষ্ঠান থেকে এই অভিজ্ঞতা অর্জন করা চাই।

বেতনঃ ১৪০০০-৬০,৫০০ উইথ জিপি ৬,৮০০ টাকা

৩. পদের নামঃ সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট(ফিজিক্স)

পদের সংখ্যাঃ ০৫(ইউআর-৩,ওবিসি-১,এসটিপি-১)

শিক্ষাগত যোগ্যতাঃ পদার্থ,রসায়ন এবং ম্যাথেমেটিক্সে সায়েন্স গ্ৰ্যাজুয়েট। যে সমস্ত প্ৰার্থীর ডিগ্ৰি পর্যায়ে পদার্থ বিজ্ঞানে মেজর/অনার্স রয়েছে তারা অগ্ৰাধিকার পাবে।

বেতনঃ ১৪০০০-৬০,৫০০ উইথ জিপি ৭,৪০০ টাকা

৪. পদের নামঃ সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট(কেমেস্ট্ৰি)

পদের সংখ্যাঃ ০৫(ইউআর-৩,ওবিসি-১,এসটিপি-১)

শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিক্স,কেমেস্ট্ৰি ও ম্যাথস সহ সায়িন্সে ডিগ্ৰি। ডিগ্ৰি পর্যায়ে কেমেস্ট্ৰিতে মেজর/অনার্স থাকা প্ৰার্থীরা সুবিধা পাবে।

বেতনঃ ১৪০০০-৬০,৫০০ উইথ জিপি ৭,৪০০ টাকা

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়স ১৮-র নিচে এবং ৩৮ বছরের বেশি নয়। সরকারি নিয়ম অনু্যায়ী বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের ডিরেক্টরেট টেকনিক্যাল এডুকেশন,অসম সরকারি ওয়েবসাইট www.dte.assam.gov.in.-এ লগিং করে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ২৯-০২-২০২০ এবং তা খোলা থাকবে ২০-০৩-২০২০ তারিখ পর্যন্ত।

প্ৰার্থীদের অসমে স্থায়ী বাড়ি থাকার প্ৰমাণ(ভোটার আইডি/পিআরসি),পরীক্ষায় কোয়ালিফাই করার প্ৰমাণ,বয়স,জাতি ইত্যাদির সঙ্গে সম্প্ৰতি তোলা পাসপোর্ট সাইজের ফোটো এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় স্পেসিমেন সিগনেচার করে তার স্কেন কপি আপলোড করতে হবে।

শেষ তারিখঃ ২০-০৩-২০২০

Details: click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জাঁজি এইচএনএস কলেজ রিক্ৰুটমেন্ট

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com