Begin typing your search above and press return to search.

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 March 2020 12:41 PM GMT

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম তিনসুকিয়া,মরিগাঁও,চিরাং,ওদালগুড়ি এবং হাইলাকান্দিতে নতুন করে স্থাপিত ৫টি পলিটেকনিক্সে ৫৫টি গ্ৰেড-IV পোস্টে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

পদের নামঃ গ্ৰেড-IV (বিয়ারার,পিয়ন,চৌকিদার,জোগালি ইত্যাদি)

পদের সংখ্যাঃ ৫৫

পলিটেকনিক ওয়াড়ি খালি পদঃ

তিনসুকিয়াঃ ১১

মরিগাঁওঃ ১১

চিরাং: ১১

ওদালগুড়িঃ ১১

হাইলাকান্দিঃ ১১

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্ৰেণি উত্তীর্ণ

বেতনঃ পিবি অফ ১২০০০-৫২০০০ প্লাস গ্ৰেড পে ৩৯০০ টাকা

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়েস ১৮ বছরের নিচে এবং ৩৮-এর ঊর্ধ্বে নয়। বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনু্যায়ী।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম-এর সরকারি ওয়েবসাইট www.dte.assam.gov.in-এ লগিং করে অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯-০২-২০২০ থেকে এবং তা খোলা থাকবে ২০-০৩-২০২০ তারিখ পর্যন্ত।

নোটঃ প্ৰার্থীদের অসমে স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ/ভোটার আইডি/পিআরসি/কোয়ালিফাইং এক্সামিনেশন,বয়স,কাস্ট ইত্যাদি এবং সঙ্গে সম্প্ৰতি তোলা পাসপোর্ট সাইজের ফোটো এবং অনলাইনে আবেদন করার সময় স্পেসিমেন সিগনেচার করে তার স্কেন কপি আপলোড করতে হবে।

শেষ তারিখঃ ২০-০৩-২০২০

Details: click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাইটস লিমিটেড রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম