কলকাতাঃ রাজস্ব গোয়েন্দা সঞ্চালকালয়(ডিআরআই)উত্তর বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি ট্ৰেনে তল্লাশি চালিয়ে অসম থেকে নেওয়া ১৩ কেজি হাতির দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় গ্ৰেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। শুক্ৰবার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। এক হিসেব অনু্যায়ী,বাজারে এই হাতির দাঁতের মূল্য ১.৫ কোটি টাকা।
গোয়েন্দা সূত্ৰে খবর পেয়ে রাজস্ব গোয়েন্দা সঞ্চালকালয়ের(ডিআরআই)কর্মীরা বুধবার নিউ জলাপাইগুড়ি স্টেশনে গান্ধীধাম গামী কামাখ্যা-গান্ধীধাম এক্সপ্ৰেস ট্ৰেনের(নং ১৫৬৬৮)একটি এসি টু টাওয়ার কামরায় হানা দিয়ে আজিম আহমেদ নামে এক ব্যক্তির কাছ থেকে হাতির দাঁতগুলো বাজেয়াপ্ত করে। প্ৰাথমিক জেরায় আজিম স্বীকার করেছে অসমের কোকরাঝাড় জেলার ফকিরাগ্ৰাম থেকে সে হাতির দাঁতগুলো সংগ্ৰহ করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার কোনও দেশে রপ্তানির জন্য বারাণসীতে ডেলিভারি দেওয়ার জন্য দাঁতগুলো সে নিয়ে যাচ্ছিলো বলে জেরার মুখে জানিয়েছে।
আহমেদ আরও বলেছে,এর আগেও তিনবার সে এধরনের সামগ্ৰী বাইরে নিয়ে গিয়েছিল। উদ্ধারকৃত হাতির দাঁতগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সঙ্গে শুল্প আইনের বিধি অনু্যায়ী আহমেদ নামের লোকটিকে গ্ৰেপ্তার করা হয়েছে। হেফাজত থেকে উদ্ধার করা দাঁতগুলো পূর্ণবয়স্ক ভারতীয়(এশিয়ান)পুরুষ হাতির। উদ্ধারকৃত হাতির দাঁতগুলোর ওজন ১২.৯৯৯ কেজি বলে কর্মকর্তাটি জানান।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পুলওমায়ার শহিদদের ভারত কখনও ভুলবে নাঃ প্ৰধানমন্ত্ৰী মোদি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CM Sonowal attends Singpho ethno-cultural festival ‘Shapawng Yawng Manau Poi’ at Inthem village