Begin typing your search above and press return to search.

ভূমি সংরক্ষণ সঞ্চালকালয় অসম-এ নিয়োগ ২০১৯

ভূমি সংরক্ষণ সঞ্চালকালয় অসম-এ নিয়োগ ২০১৯

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Dec 2019 1:39 PM GMT

ভূমি সংরক্ষণ সঞ্চালকালয়,অসম নিয়োগ ২০১৯

রাজ্য পর্যায়ের নোডাল এজেন্সি,ডব্লিউ ডিসি-পিএমকেএসওয়াই,অসম-এর অধীনে আইটি প্ৰোগ্ৰামার পদে ঠিকা ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য নির্ধারিত ফর্মে আবেদনপত্ৰ চাওয়া হচ্ছে যা প্ৰকাশিত হয়েছে বিভাগের সরকারি ওয়েবসাইট(অর্থাৎ https://soildirector.assam.eov.inl)-এ। চাকরির বিস্তারিত বিবরণ এবং অতিরিক্ত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট দেখুন। তালিকাভুক্ত প্ৰার্থীদের একমাত্ৰ ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

পদের নামঃ আইটি প্ৰোগ্ৰামার

শিক্ষাগত যোগ্যত: টেক.কম্পিউটার সায়েন্স/আইটি/এমসিএ

অভিজ্ঞতাঃ এমআইএস সম্পর্কিত কাজ,প্ৰোগ্ৰামিং ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেমে স্পেশালাইজেশন ইন উইন্ডোস/লিনাক্স,প্ৰোজেক্ট ম্যানেজমেন্ট ইনপ্লিমেনটেশন এবং মনিটরিং ও সেই সঙ্গে সরকারি/বেসরকারি খন্ডে টেকনিক্যাল কনসালটেন্সি সহ ২+ বছর পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকা চাই। যে সমস্ত প্ৰার্থীদের এমআইএস এবং পিএফএমএস(পাবলিক ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের)জ্ঞান রয়েছে তাদের অগ্ৰাধিকার দেওয়া হবে।

বেতনঃ ৩৫,০০০ টাকা প্ৰতি মাসে

খালি পদের সংখ্যাঃ ০২

বয়সঃ ৩০-৪৫ বছর

শেষ তারিখঃ ১৫ ডিসেম্বর ২০১৯

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসম কৃষি বিশ্ববিদ্যালয়ত নিযুক্তি ২০১৯

Next Story