Begin typing your search above and press return to search.

এনআরসিঃ নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানাননি ৩.৮৭ লক্ষ,দিশপুর অজ্ঞ

এনআরসিঃ নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানাননি ৩.৮৭ লক্ষ,দিশপুর অজ্ঞ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Aug 2019 9:26 AM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)খসড়া থেকে বাদ পড়া ৩.৮৭ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির জন্য কেন ফের আবেদন জানালেন না তার পশ্চাৎপদ তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছিল দিশপুর। কিন্তু ওই তদন্তের কাজ শুধু কাগজেই আটকে রয়েছে। তাই নাম অন্তর্ভুক্তির জন্য ফের আবেদন না করা ওই সব ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্ৰশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশ হচ্ছে আগামি ৩১ আগস্ট। এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য দাবি না জানানো ৩.৮৭ লক্ষ লোকের ব্যাকগ্ৰাউন্ড খতিয়ে দেখার জন্য গৃহ ও রাজনৈতিক বিভাগ জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া সত্ত্বেও তদন্তের কাজ একটুও এগোয়নি। এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার সঙ্গে পরামর্শ করে পুলিশ সুপাররা এব্যাপারে তদন্তের কাজ শুরু করার কথা ছিল।

এনআরসি-র আবেদন পত্ৰ সংগ্ৰহের প্ৰক্ৰিয়া শুরু হয় ২০১৫ সালের মে মাসে এবং প্ৰক্ৰিয়াটি শেষ হয় ওই বছরের ৩১ আগস্ট। রাজ্যের মোট ৩,২৯,৯১,৩৮৪ জন ব্যক্তি ৬৮,৩১,৩৩০টি আবেদনপত্ৰের মাধ্যমে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানিয়েছেন। সব আবেদনপত্ৰ ভেরিফিকেশন করার পর এনআরসির সম্পূর্ণ খসড়াটি প্ৰকাশ করা হয় ২০১৮ সালে ৩০ জুলাই। সম্পূর্ণ খসড়ায় ২,৮৯,৮৩,৬৭৭ জন যোগ্য প্ৰার্থীর নাম অন্তর্ভুক্ত হয়। খসড়া এনআরসি থেকে বাদ পড়ে ৪০,০৭,৭০৭ জনের নাম। তবে এর মধ্যে ৩৬.২ লক্ষ চূড়ান্ত এনআরসিতে তাদের নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়ে ফের আবেদন করেন। কিন্তু ৩.৮৭ লক্ষ লোক নাম অন্তর্ভুক্তির জন্য তাদের দাবি পেশ করেননি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বন্যায় ৮ জনের মৃত্যু, ক্ষতিগ্ৰস্ত ১৪ লক্ষের বেশি,আরও বৃষ্টিপাতের পূর্বাভাসে শঙ্কিত দিশপুর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Teachers protest in Nalbari polytechnic | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম