২২১ জন নব নিযুক্ত এফটি সদস্যের কাজ নিয়ে ‘বিভ্ৰান্ত’ দিশপুর

২২১ জন নব নিযুক্ত এফটি সদস্যের কাজ নিয়ে ‘বিভ্ৰান্ত’ দিশপুর

গুয়াহাটিঃ রাজ্যে বিদেশি ট্ৰাইবুনালের(এফটি)জন্য ২২১ জন সদস্য(বিচারপতি) ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে যদিও তাদের কাজ আজ অবধি বরাদ্দ করা হয়নি। রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগ এফটি সদস্যদের নিয়োগ করেছিল। কিন্তু নব নিযুক্ত এফটি সদস্যদের কাজ কী হবে সে ব্যাপারে স্বয়ং গৃহ ও রাজনৈতিক বিভাগ ‘বিভ্ৰান্ত’। সম্প্ৰতি গৌহাটি হাইকোর্টের এক রায়ের প্ৰেক্ষিতে এই জটিল পরিস্থিতি সামনে আসে। ১৭৫৪/২০১৫ নং একটি রিট পিটিশন প্ৰসঙ্গে হাইকোর্টে ওই রায়টি দিয়েছিল। ‘এবিষয়ে কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ২০১৯-এর সেপ্টেম্বর মাসে ২২১ জন এফটি সদস্য নিয়োগ করা হয়েছিল এবং তাদের নিয়মিত বেতনও দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত সদস্যদের পোস্টিং করা এবং তাদের কাজ বাতলে দেওয়ার কোনও নির্দেশ আজ অবধি ইস্যু করা হয়নি’।

কোর্টের নির্দেশে আরও বলা হয়েছে যে ‘রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ জানিয়েছে(আরজিআই)এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। সেইহেতু নবনিযুক্ত এফটি সদস্যদের কাজের ধরন ধারণ কী হবে সে ব্যাপারে কিছু বিভ্ৰান্তি রয়েছে’। ‘ট্ৰাইবুনালের নব নিযুক্ত ২২১ জন সদস্যের পোস্টিং অর্ডার দেওয়া নিয়ে রাজ্য সরকারের কোনও অসুবিধা রয়েছে কিনা সে ব্যাপারে জবাব দাখিল করার জন্য কোর্ট সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছিল’। এই মামলা নিয়ে কোর্টের পরবর্তী শুনানি হবে ২০২০-র ১১ ফেব্ৰুয়ারি।

উল্লেখ্য,গৃহ ও রাজনৈতিক বিভাগ ২০১৯-এর ১১ সেপ্টেম্বর এক বছর সময় সীমার জন্য ২২১ জন একটি সদস্য নিয়োগ করেছিল। ২০০টি নতুন অতিরিক্ত এফটি এবং বর্তমানে থাকা ১০০টি এফটি-তে খালি পড়ে থাকা ২১টি পদের জন্য এঁদের নিয়োগ করা হয়েছিল। ২০১৯-এর ১১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি যোগে বিভাগটি উল্লেখ করেছিল যে নব নিযুক্ত এফটি সদস্যদের পোস্টিঙের স্থান একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে।

চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের বিষয়গুলো দেখার জন্যই অতিরিক্ত ২০০ জন এফটি নিয়োগ করা হয়েছিল। এনআরসির রিজেকশন অর্ডার হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে এনআরসি ছুট ব্যক্তিরা এই সব নতুন ট্ৰাইবুনালে আপিল করার কথা ছিল। কিন্তু আজ অবধি এনআরসি ছুট ব্যক্তিদের এধরনের কোনও রিজেকশন অর্ডার ইস্যু করা হয়নি। এনআরসি ছুট ব্যক্তিদের কাছে এই রিজেকশন অর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত এনআরসি ছুট আবেদনকারীরা রিজেকশন অর্ডারের মাধ্যমেই জানতে পারতেন কেন তাদের আবেদন অযোগ্য ঘোষণা করা হয়েছে। গৌহাটি হাইকোর্ট বিজ্ঞাপন ও সাক্ষাৎকার গ্ৰহণের মাধ্যমে ওই ২২১ জন এফটি সদস্যকে বাছাই করেছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Inauguration Ceremony for ONCO Premier League 2.0 Cricket Tournament at B.Borooah Cancer Institute.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com