Begin typing your search above and press return to search.

পলাতক বিদেশিদের ধরতে কঠোর পদক্ষেপ নিচ্ছে দিশপুর

পলাতক বিদেশিদের ধরতে কঠোর পদক্ষেপ নিচ্ছে দিশপুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 May 2019 7:33 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে ফরেনার্স ট্ৰাইবুনাল(এফটিএস)কর্তৃক চিহ্নিত ব্যাপক সংখ্যক বিদেশি নাগরিক পলাতক থাকার কথা বিবেচনা করে দিশপুর এফআইআর দাখিলের মাধ্যমে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে। সারা রাজ্যে বিদেশি ট্ৰাইবুনাল বিদেশি চিহ্নিত করার পর এরা গা ঢাকা দেওয়ার রিপোর্টের প্ৰেক্ষিতে দিশপুর এই প্ৰথমবার এধরনের পদক্ষেপ নিচ্ছে এদের বিরুদ্ধে।

সরকারি সূত্ৰের মতে,ঘোষিত ৯১.৬০৯(১৯৮৫ থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত)জন বিদেশির মধ্যে ৭২,৪৮৬ জন ২০১৮-র ৩১ মার্চ অবধি পলাতক রয়েছে। এই পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে দিশপুরের গৃহ ও রাজনৈতিক দপ্তর পলাতক বিদেশিদের চিহ্নিত করে গ্ৰেপ্তার করার জন্য অভিযান শুরু করতে রাজ্য পুলিশের সীমান্ত শাখাকে নির্দেশ দিয়েছে।

সুপ্ৰিম কোর্ট বিদেশি ঘোষিত এবং ডিটেনশন ক্যাম্পে বন্দিদের ইস্যুটি নিয়ে শুনানি শুরু করেছে। বিদেশি চিহ্নিত পলাতক বাংলাদেশিদের বিষয়টি নিয়ে উদ্বেগ প্ৰকাশ করেছে শীর্ষ আদালত।

এরআগে বিদেশি ঘোষিত পলাতক ব্যক্তিদের হদিশ খুঁজে পেতে অসম পুলিশ ৫০০টি টাস্কফোর্স গঠন করেছিল। কিন্তু এই টাস্কফোর্স এখনও পর্যন্ত কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হয়নি বলে রিপোর্টে প্ৰকাশ।

Next Story
সংবাদ শিরোনাম