Begin typing your search above and press return to search.

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,মরিগাঁও রিক্ৰুটমেন্ট ২০২০

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,মরিগাঁও রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Feb 2020 1:24 PM GMT

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,মরিগাঁও রিক্ৰুটমেন্ট ২০২০

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,মরিগাঁও আসাম গ্যাজেটের পার্ট IX-এ প্ৰকাশিত বিজ্ঞাপন অনু্যায়ী ফ্ৰন্ট অফিস কো-অর্ডিনেটরের ১টি(একটি)পদ সম্পূর্ণ ঠিকা ভিত্তিতে পূরণের উদ্দেশ্যে যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ ফ্ৰন্ট অফিস কো-অর্ডিনেটর

পদের সংখ্যাঃ ১

বেতনঃ ২০০০০ টাকা প্ৰতিমাসে

শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের বিএ/বিএসসি/বি.কম অথবা সমপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স সম্পন্ন করার সঙ্গে এমএস অফিস,ইন্টারনেট এবং ইমেইলে দক্ষতা থাকতে হবে।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ১৮ বছরের নিচে এবং ৩৮ বছরের ঊর্ধ্বে নয়। এসসি/এসটি/ওবিসি এবং পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে সরকারি রুলস অনু্যায়ী বয়সে ছাড় থাকছে।

বাছাই প্ৰক্ৰিয়াঃ অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্ৰার্থী তালিকা প্ৰস্তুত করা হবে। তালিকাভুক্ত প্ৰার্থীদের কম্পিউটার টেস্ট ও ভাইবা বোচির জন্য মুখোমুখি হতে হবে সাক্ষাৎকারের।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের আবেদনপত্ৰ পূরণ করে তিনি(৩)কপি সাম্প্ৰতিক পাসপোর্ট সাইজের ফোটো,বয়স,শিক্ষাগত যোগ্যতা,কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট ইত্যাদির সমর্থনে প্ৰয়োজনীয় নথিপত্ৰের সেলফ অ্যাটাস্টেড কপি সহ নিম্নলিখিত ঠিকানায় ২৮-০২-২০২০ তারিখ অথবা তার আগে পৌঁছতে হবে।

আবেদন ফর্মে খামের উপর “APPLICATION FOR THE POST OF FRONT OFFICE CO-ORDINATOR” লিখে দিতে হবে।

ঠিকানা লিখতে হবে দ্য ডিস্ট্ৰিক্ট অ্যান্ড সেশন জাজ কাম-চেয়ারম্যান.ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,মরিগাঁও,অসম,পিন-৭৮২১০৫

শেষ তারিখঃ ২৮-০২-২০২০

Details: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডেপুটি কমিশনার হাইলাকান্দি রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম