পশ্চিমবঙ্গে ডাক্তার ধর্মঘট অব্যাহত,নতুন বিতর্কে মমতা

পশ্চিমবঙ্গে ডাক্তার ধর্মঘট অব্যাহত,নতুন বিতর্কে মমতা

কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিকে প্ৰতিদিনই কোনও না কোনও নতুন বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ডাক্তার ধর্মঘটে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যখন বেহাল সেই সময় আরও একটি বিতর্কিত ঘোষণা করে বসেছেন মমতা। বিরোধীদের তাক করে মৌখিক আক্ৰমণ হেনে মমতা ঘোষণা করেছেন,কেউ যদি বাংলায় থাকতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বাংলায় কথা বলা বাধ্যতামূলক।

এদিকে পশ্চিমবঙ্গে ডাক্তর ধর্মঘট আরও জটিল রূপ নিয়েছে,জাতীয় পর্যায়ের চিকিৎসকরাও এই ধর্মঘটের প্ৰতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। ওদিকে মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিও তাঁর অবস্থান থেকে নড়ছেন না। সহজেই মুখ্যমন্ত্ৰী মেজাজে হারিয়ে ফেলছেন এবং সে জন্য রাজ্যের আইনশৃংখলা শক্ত হাতে ধরে রাখা তাঁর পথে কঠিন হয়ে পড়ার অভি্যোগও উঠেছে।

ডাক্তারদের ধর্মঘট পরিহার করে কাজে ফেরাতে মুখ্যমন্ত্ৰী ইতিমধ্যেই ব্যর্থ হয়েছেন। ধর্মঘটী ডাক্তাররাও তাঁদের অবস্থান থেকে সরে আসতে গররাজি। একাংশ সমাজবিরোধী হাসপাতালে ঢুকে ডাক্তারদের মারধর করার প্ৰতিবাদে রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘটে নামেন চিকিৎসকরা।

ডাক্তার ধর্মঘটে নাজেহাল মুখ্যমন্ত্ৰী এখন বিরোধী বিজেপির বিরুদ্ধে ফের আক্ৰমণ হানেন। মমতার মতে, বিজেপির আশকারাতেই ডাক্তাররা ধর্মঘটে মেতেছেন এবং বিরোধীরা তার রাজ্যে ‘রাজনৈতিক দাঙ্গা’ বাধানোর চেষ্টা করছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এক সমাবেশে দিদি বলেন,‘আমাদের বাংলা ভাষাকে এগিয়ে নিতে হবে। যখন আমরা দিল্লিতে যাই,আমরা হিন্দিতে কথা বলি। যখন আমরা পঞ্জাবে যাই,তখন পাঞ্জাবিতে আমাদের কথা বলতে হয়। অন্তত,আমি তাই করি। যখন আমি তামিলনাডুতে যাই তখন তামিলে কথা বলতে পারি না ঠিকই। কারণ কয়েকটি শব্দ ছাড়া এই ভাষা আমার জানা নেই।

তিনি আরও বলেন,‘আপনি যদি পশ্চিমবঙ্গে আসেন তাহলে আপনাকে বাংলায় কথা বলতে হবে। বাইরে থেকে কেউ এসে বাঙালিদের পেটাবে এটা আমরা হতে দিতে পারি না’।

বিজেপি সব ভারতীয় রাজ্যে হিন্দি ভাষা যেভাবে ব্যবহার করছে তার জন্যই মমতা প্ৰকৃতপক্ষে ওই দলের বিরুদ্ধে আক্ৰমণ শানান। ডিএমকে এবং পিএমকে গতকাল বলেছে,দক্ষিণ রেলওয়ে ইংরেজি অথবা হিন্দি ভাষায় মনের ভাব আদান প্ৰদানের জন্য জনগণের প্ৰতি যে আহ্বান জানিয়েছে তাতে ‘তামিল ভাষার ধ্বংসই ডেকে আনবে’।

পশ্চিমবঙ্গে ডাক্তার ধর্মঘট নিয়ে তৃণমূল সুপ্ৰিমো মমতা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকেও বিঁধতে ছাড়েননি। রাজ্যে ডাক্তার ধর্মঘট নিয়ে মোদিই দায়ী বলে অভিযোগ করেছেন মমতা। তৃণমূল নেত্ৰী আরও বলেন,মোদি পশ্চিমবঙ্গেও একই হিংসার সংস্কৃতি ও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন,যা তিনি গুজরাটে সৃষ্টি করেছিলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com