শিশু মৃত্যুঃ চিকিৎসক দল পাঠানো হলো যোরহাট মেডিক্যালে

শিশু মৃত্যুঃ চিকিৎসক দল পাঠানো হলো যোরহাট মেডিক্যালে

গুয়াহাটিঃ যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ২০টি নবজাতক শিশু মৃত্যুর খবরের প্ৰেক্ষিতে রাজ্য সরকার একদল চিকিৎসককে ওই হাসপাতালে পাঠিয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বুধবার একথা ঘোষণা করেছেন। মন্ত্ৰী বলেন,গত এক মাস ধরে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেক গুন বেড়েছে। ‘আচমকা ওই হাসপাতালে রোগীর ঢল নামার কারণ কি তা আমাদের জানা নেই। তবে এটা সত্য যে গত মাস খানেক থেকে ব্যাপক সংখ্যক রোগী যোরহাট মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। আশপাশের এলাকাগুলোতে চিকিৎসার সু্যোগ সুবিধা না পেয়ে অধিকাংশ রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন-এমনটাও হতে পারে’।

ওদিকে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন,শিশু মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতা নেই। জেএমসিএইচ-এ চিকিৎসক ও নার্স রয়েছেন পর্যাপ্ত সংখ্যক।

শর্মা আরও বলেন,লখিমপুরে মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ দ্ৰুত সারতে সরকার চেষ্টা করছে,যাতে করে শীঘ্ৰই সেটি কর্মক্ষম করে তোলা যায়। ‘আমরা চাইছি এবং চেষ্টা করছি আগামি ছমাসের মধ্যে লখিমপুর মেডিক্যাল কলেজের নির্মাণ সম্পূর্ণ করে তা চালু করার জন্য’-বলেন স্বাস্থ্যমন্ত্ৰী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Blood Donation camp organized at Jamugurihat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com