চলতি ২০১৯-এর ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্ৰযোজ্য হয়েছে নতুন যান বাহন আইন। তাই কুকুরের মাথায়ও এখন হেলমেট দেখা যাচ্ছে। নতুন আইন কার্যকরী হওয়ার পর আইন লঙ্ঘনকারীদের মাথায় পড়েছে হাত। যানবাহনের প্ৰয়োজনীয় নথিপত্ৰ না থাকলে বাহন মালিকদের পড়তে হচ্ছে বেকায়দায়। নতুন ট্ৰাফিক আইন যারা লঙ্ঘন করছে তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। লাইসেন্স না থাকা,অ্যাম্বুল্যান্সের মতো বিভিন্ন জরুরিকালীন বাহনকে পথ ছেড়ে না দেওয়া,হেলমেট না পরা ইত্যাদি বিভিন্ন নিয়মের ভিত্তিতে প্ৰণয়ন করা হয়েছে নতুন ট্ৰাফিক আইন। এই আইন লঙ্ঘনের ক্ষেত্ৰে সর্বাধিক জরিমানার পরিমাণ হচ্ছে ১০ হাজার টাকা। সারা দেশের সঙ্গে দিল্লিতেও চাপানো হয়েছে আইনটি। নতুন ট্ৰাফিক আইন ২০১৯ সম্পর্কে সোশিয়াল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর প্ৰকাশ্যে আসছে। এসময়ে একটা কুকুরের ছবি ব্যাপকভাবে প্ৰচার করা হয়েছে। প্ৰায় সমস্ত সোশিয়াল মিডিয়ায় প্ৰচার করা হয়েছে কুকুরের এই ছবি। ঘটনাটি দিল্লির।
ছবিতে দেখা একটা কুকুর তার মালিকের পিছনের আসনে দিব্যি বসেছে মাথায় হেলমেট সেঁটে। কুকুরের হেলমেট পরার এই ছবি শেয়ার করেছেন অনেক মানুষ। অজস্ৰ মানুষের নজরও কেড়েছে ছবিটি।
টুইটার যোগেও কুকুরের এই ছবি বহুলভাবে প্ৰচার করা হয়েছে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে একজন ব্যক্তির পিছনে হেলমেট মাথায় পরে বহাল তবিয়তে বসে আছে কুকুরটি।
ভাইরাল হওয়া ছবিটি দেখে অনেকেই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন। কিছু লোক মন্তব্য করেছেন ট্ৰাফিক আইন ২০১৯-এর কঠোর নিয়মাবলির জন্য শুধু মানুষই নয়,কুকুরও বুঝি ভয় পেয়েছে। কয়েকজন আবার বলেছেন,দিল্লি পুলিশ তাদের পরবর্তী অভিযানে এই কুকুরটিকেই বাছাই করা উচিত।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দিল্লিতে যানজটে ফেঁসে গাড়ি চুরি সহ এক ব্যক্তিকে অপহরণের প্ৰয়াস ব্যর্থ দুষ্কৃতীদের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Leopard caged at Cinemora Tea Estate in Jorhat