Begin typing your search above and press return to search.

ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত দোভাল,পাচ্ছেন পূর্ণ মন্ত্ৰীর মর্যাদা

ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত দোভাল,পাচ্ছেন পূর্ণ মন্ত্ৰীর মর্যাদা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Jun 2019 6:53 AM GMT

নয়াদিল্লিঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(এনএসএ)অজিত দোভালকে আরও পাঁচ বছরের জন্য নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে বহাল করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। নিরাপত্তা উপসেষ্টা হিসেবে দোভালের সময়সীমা বাড়ানোর পশাপাশি তাঁকে ক্যাবিনেট মন্ত্ৰীর সম মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্ৰধানমন্ত্ৰীর দপ্তর।

সার্জিক্যাল স্ট্ৰাইক এবং পাকিস্তানের মাটি বালাকোটে ঢুকে জঙ্গি ঘাঁটিতে বিমান হানা-বিগত পাঁচ বছরে মোদি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্য নায়ক দোভাল। আড়ালে থেকে প্ৰধানমন্ত্ৰীকে পরামর্শ দেওয়া এবং পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার মতো সব কাজই তিনি দক্ষতা ও নৈপুণ্যের সঙ্গে করেছেন।

গোয়েন্দা ব্যুরোর প্ৰাক্তন প্ৰধান ৭৪ বছর বয়সী দোভাল এখনও পর্যন্ত কেন্দ্ৰীয় প্ৰতিমন্ত্ৰীর সমমর্যাদা পাচ্ছিলেন। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় এসেই তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ করেছিল।

দোভালের কার্যকালের সম্প্ৰসারণ এবং তাঁকে ক্যাবিনেট মন্ত্ৰীর মর্যাদা দেওয়ার এই নতুন নির্দেশ কার্যকরী হয়েছে চলতি বছরের ৩১ মে থেকে। দোভাল ১৯৬৮ ব্যাচের আইপিএস অফিসার। দোভালই প্ৰথম পুলিশ আধিকারিক যিনি ১৯৮৮ সালে কীর্তি চক্ৰ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। যুদ্ধদীর্ণ ইরাকে একটি হাসপাতালে আটকে পড়া ৪৬ জন ভারতীয় নার্সের দেশে ফেরা সুনিশ্চিত করতে দোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Next Story
সংবাদ শিরোনাম