২৬ মার্চ অসমে রাজ্যসভার তিনটি আসনে নির্বাচন

২৬ মার্চ অসমে রাজ্যসভার তিনটি আসনে নির্বাচন

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)মঙ্গলবার অসমের তিনটি রাজ্যসভা আসনে নির্বাচনের কথা ঘোষণা করেছে। সারা দেশের ১৭টি রাজ্যের কাউন্সিল অফ স্টেটস-এর ৫৫টি আসনে দ্বিবার্ষিক নির্বাচন হবে ২০২০-র এপ্ৰিলে।

ইসিআই আগামি ৬ মার্স নির্বাচনী বিজ্ঞপ্তি ইস্যু করবে। মনোনয়নপত্ৰ দাখিলের শেষ তারিখ হবে ১৩ মার্চ। ১৬ মার্চ পরীক্ষা করা হবে মনোনয়নপত্ৰগুলি। প্ৰার্থিত্ব প্ৰত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ মার্চ। অসমে রাজ্যসভার আসনগুলোতে ২৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা হবে। ৩০ মার্চের মধ্যে নির্বাচন প্ৰক্ৰিয়া শেষ হয়ে যাবে। বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)এর রাজ্যসভার সদস্য বিশ্বজিৎ দৈমারি ছয় বছরের কার্যকাল শেষ হচ্ছে আগামি এপ্ৰিলে। নির্বাচন হতে যাওয়া তিনটি আসনের মধ্যে এটিও একটি। ভুবনেশ্বর কলিতা এবং কংগ্ৰেসের সঞ্জয় সিং-এর দখলে ছিল বাকি দুটো আসন। কিন্তু কলিতা ও সিং গত বছর ইস্তফা দেওয়ায় এই দুটি আসন ফাঁকা হয়। ১২৬ সদস্যের অসম বিধানসভায় বর্তমানে বিধায়ক রয়েছেন ১২৪ জন। অসম বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ এবং শিবসাগর কেন্দ্ৰের বিধায়ক প্ৰণব কুমার গগৈ(কংগ্ৰেস)এবং তেজপুরের বিধায়ক রাজেন বরঠাকুরের মৃত্যু হওয়ায় এই দুটি আসন খালি পড়ে আছে।

অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার এখানে সাংবাদিকদের বলেন,রাজ্যে দল ওয়াড়ি বিধায়কদের সংখ্যাতত্ত্বের দিকটি দেখলে জোট শাসক দল দুটি আসনে এগিয়ে রয়েছে তবে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে একটি আসনে তারা জয় তুলে নিতে পারে।

শর্মা বলেন,মঙ্গলবার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই আসন নিয়ে আলোচনা এখনও বাকি আছে। ‘গত বছর রাজ্যসভার নির্বাচনে একটি আসন আমরা শরিক দল অগপকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এবার রাজ্যসভার একটি আসন আমরা আরও একটি জোট দল বিপিএফকে ছেড়ে দেবো। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের প্ৰাক্কালে বিজেপি রাজ্যসভার আসন শরিকদলগুলির সঙ্গে ভাগাভাগির সিদ্ধান্ত নিয়েছিল। এবারও সেই ফর্মুলা মেনে চলা হবে’।

শর্মা বলেন,২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে রাজ্যসভার দুটি আসনে নির্বাচন হবে। তখন শুধু বিজেপিই ওই দুটি আসনে প্ৰার্থী দেবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Lawn Bowl Gold Medalist Suman Kumari Pandey shares a candid moment with THE SENTINEL DIGITAL

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com