গুয়াহাটিঃ রাজ্যের শিক্ষা,জিডিডি(গুয়াহাটি উন্নয়ন বিভাগ)এবং আইন ও বিচার দপ্তরের মন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য বুধবার নুনমাটি পাম্প হাউসটি অসমের মানুষের জন্য উৎসর্গ করেছেন। নুনমাটি পাম্প হাউসটি নুনমাটি বেসিন ড্ৰেনেজ সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। মঠঘরিয়া পাহাড়ি ড্ৰেন(পাট-টু-ড্ৰেন)এবং বামুনিমৈদাম ড্ৰেনের(পাট-১ ড্ৰেন)জল পাম্প হাউস পয়েন্ট পর্যন্ত স্বাভাবিক গতিতেই বোন্দাজানের দিকে প্ৰবাহিত হয়। কিন্তু জ্যোতিনগর পাহাড় থেকে এফসিআই গুদামের পিছন দিকে আসা জল স্বাভাবিকভাবে বোন্দাজানের দিকে প্ৰবাহিত হতে পারে না। সেই হেতু ওখানে জল পাম্পিং করে বের করে দেওয়ায় প্ৰয়োজন হয়ে পড়ে। আইআইটি গুয়াহাটির এক সুপারিশের পরিপ্ৰেক্ষিতে ১০০০ লিটার/সেকেন্ডে জল বের করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই পাম্পিং স্টেশনটি স্থাপন করা হয়। পাম্পিং স্টেশনটির জল নিষ্কাশনের মোট ক্ষমতা হলো প্ৰতি সেকেন্ডে ৪ হাজার লিটার। বিদ্যুতের সাহা্য্যে জল নিষ্কাশনের জন্য দুটি ৫০০ কেভিএ ট্ৰ্যান্সফর্মার সহ একটি ইলেক্ট্ৰিক্যাল সাব স্টেশনও স্থাপন করা হয়েছে। এই স্কিমের আনুমানিক ব্যয়ের পরিমাণ হচ্ছে ৬৪০.৯০ লক্ষ। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে। পাম্পিং স্টেশনের সঙ্গে
নুনমাটি বেসিন ড্ৰেন ১০ কাম জল বোন্দাজানের দিকে ডাইভার্ট করতে সক্ষম হবে এবং সেই জল আখেরে ব্ৰহ্মপুত্ৰে গিয়ে মিশবে। এভাবে জলপ্ৰবাহের ফলে ভরলু নদীর বাড়তি জলের পরিমাণ হ্ৰাস হবে এবং শহর এলাকায় জল আটকে পড়ার সমস্যা অনেকটাই কমাবে।
জলের গতিপথ এভাবে পরিবর্তনের ফলে শহরের যে সমস্ত এলাকা সবচেয়ে বেশি উপকৃত হবে সেগুলো হলো জু-রোড,অনিল নগর,নবীন নগর,মঠঘরিয়া ইত্যাদি-বলা হয়েছে বিবৃতিতে।
গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও-র জারি করা ওই বিবৃতির মতে,তাহাল কনসালটিং ইঞ্জিনিয়ার্স-এর সার্ভে রিপোর্টের ভিত্তিতেই নুনমাটি বেসিন ড্ৰেন নির্মাণের কাজে হাত দেওয়া হয়। তাহাল সুপারিশ করেছিল নুনমাটি বেসিন ধরে ভরলুর দিকে ধেয়ে আসা ঝড়ো জলপ্ৰবাহ বোন্দাজানে ফেলা হলে তা ভরলুর বাড়তি জলের চাপ কমাবে। জিএমডিএ পরে এব্যাপারে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের জন্য আইআইটি গুয়াহাটিকে কাজে লাগায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সুবনশিরি বাঁধ নির্মাণ নিয়ে সরকারকে সতর্ক করলো আসু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Nagaon Man duped of Rs 4,39,989 by online fraudsters, FIR lodged