Begin typing your search above and press return to search.
অসমের দুটি রাজ্যসভা আসনের নির্বাচন ৭ জুন

গুয়াহাটিঃ ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)মঙ্গলবার অসমের দুটি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছে। ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হবে ২১ মে। ২৮ মে মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন। প্ৰার্থিত্ব প্ৰত্যাহারের শেষ তারিখ হচ্ছে ৩১ মে। ভোট গণনা করা হবে ৭ জুন বিকেল পাঁচটা থেকে। ১০ জুনের আগে সম্পূর্ণ করা হবে নির্বাচনি পর্ব।
অসমের দুজন রাজ্যসভা সদস্যের মেয়াদ শেষ হওয়ায় ওই দুই আসনে নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। অসমের দুজন রাজ্যসভা সাংসদ ড.মনমোহন সিং এবং সান্তিয়াস কুজুরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১৪ জুন।
Next Story