Begin typing your search above and press return to search.

ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ ইন্ডিয়া,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ ইন্ডিয়া,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Feb 2020 1:08 PM GMT

ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ ইন্ডিয়া,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অফ ইন্ডিয়া,গুয়াহাটি গেট/আইইএস এবং অন্যান্য সরকারি প্ৰযুক্তি পরীক্ষার একটি কোচিং প্ৰতিষ্ঠান। প্ৰতিষ্ঠানটি নিম্নলিখিত পদ পূরণের জন্য যোগ্য প্ৰার্থী চাইছে।

পদের নামঃ মার্কেটিং এগজিকিউটিভ(পূর্ণ সময়ের জন্য)

পদের সংখ্যাঃ ১

পে স্কেলঃ ৮০০০-১২০০০(পারফরম্যান্স এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করছে+হেলথ ইন্সুরেন্স বেনিফিট। শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনও পর্যায়ের স্নাতক।

দক্ষতাঃ মার্কেটিঙের জ্ঞান,বেসিক কম্পিউটার স্কিলস,সোশিয়েল মিডিয়া মার্কেটিং,ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।

চাকরির বিবরণঃ ইআইআই গুয়াহাটি ইঞ্জিনিয়ারিং ছাত্ৰদের জন্য গেট/আইইএস এবং অন্যান্য সরকারি প্ৰযুক্তি সংক্ৰান্ত পরীক্ষায় ছাত্ৰদের প্ৰশিক্ষণ দেওয়ার ব্যবসায় জড়িত। গুয়াহাটিতে প্ৰতিষ্ঠানটি ৬ বছরের বেশি সময় ধরে কাজ করছে। আমরা কারিগরি বিষয়ে অভিজ্ঞ একজন স্মার্ট ব্যক্তি চাইছি যিনি আমাদের এগিয়ে নিতে পারবেন। আমরা এমন একজন ব্যক্তিকে চাই যিনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভীত নন।

এই চাকরি একজন ব্যক্তি ছাত্ৰদের সঙ্গে মেশার সু্যোগ পাবেন এবং সরকারি প্ৰকল্পে ছাত্ৰদের জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। আমরা আশা করছি প্ৰার্থী আমাদের অনলাইন কার্যকলাপগুলো ম্যানেজ করতে পারবেন। একই সঙ্গে প্ৰার্থীকে গ্ৰাহকদের সঙ্গে কথা বলে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বুঝতে হবে। উত্তর পূর্বাঞ্চলে থাকা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ৰদের-প্ৰেজেন্টেশনও দিতে হতে পারে ব্যক্তিকে। আপনি যদি আরামদায়ক চাকরি খোঁজেন তাহলে এই কাজ আপনার জন্য নয়।

বাছাইয়ের প্ৰক্ৰিয়াঃ সাক্ষাৎকার

ইন্টারভিউর তারিখঃ ফোনে জানানো হবে

টু অ্যাপ্লাইঃ আগ্ৰহী প্ৰার্থীদের সিভি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সিভি পাঠাতে হবে eii.guwahati@gmail.com.

শেষ তারিখঃ ০৭-০২-২০২০

official website: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আসাম এগ্ৰিকালচারাল ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম