চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটদের বিদেশি ট্ৰাইবুনালে আবেদন জানানোর সময় বাড়াল কেন্দ্ৰ

চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটদের বিদেশি ট্ৰাইবুনালে আবেদন জানানোর সময় বাড়াল কেন্দ্ৰ
Published on

নয়াদিল্লিঃ অসমে চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে নাম ছুটদের কিছুটা স্বস্তি দিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এনএইচএ)তাদের বিদেশি ট্ৰাইবুনালে আপিল করার সময়সীমা পূর্বের ৬০ দিন থেকে ১২০ দিনে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার। স্বরাষ্ট্ৰমন্ত্ৰক বলেছে,এনআরসি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারো নাম নাগরিক পঞ্জিতে না থাকা মানেই তিনি বিদেশি নন। মঙ্গলবার এক নির্দেশনায় একথা ঘোষণা করেছে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক। গতকাল দিল্লিতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে নাগরিকপঞ্জি ইস্যু নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে,চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটদের পূর্ব নির্ধারিত সময় অনু্যায়ী বিদেশি ট্ৰাইবুনালে আপিল জানানো সম্ভব নাও হতে পারে। সেজন্যই আপিল জানানোর সময় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই উদ্দেশ্যে কেন্দ্ৰীয় সরকার ২০০৩ সালের নাগরিকত্ব আইনে কিছুটা সংশোধন করবে-জানানো হয়েছে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের ওই বিবৃতিতে।

বৈঠকে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্ৰ সচিব রাজীব চৌবা,অসমের মুখ্যসচিব এবং অন্যান্য বরিষ্ঠ কর্মকর্তারা। চূড়ান্ত নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত না হওয়া প্ৰত্যেক ব্যক্তি বিশেষই কোনওরকম অসুবিধার সম্মুখীন না হয়ে স্বীকৃত কর্তৃপক্ষের অর্থাৎ বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)আপিল করতে পারবেন। ১৯৪৬ সালের বিদেশি আইনের বিধি ব্যবস্থা এবং ১৯৬৪ সালের বিদেশি ট্ৰাইবুনালের নির্দেশিকার অধীনে একজন ব্যক্তিকে বিদেশি ঘোষণার পুরো ক্ষমতা দেওয়া হয়েছে বিদেশি ট্ৰাইবুনালকে। আর সে জন্যই রাজ্য সরকার স্থানে স্থানে পর্যাপ্ত বিদেশি ট্ৰাইবুনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তাই চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটদের কোনওভাবেই বিদেশি হিসেবে বিবেচনা করা যাবে না-বলা হয়েছে বিবৃতিতে।

পর্যালোচনা বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,এনআরসি-র চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া গরিব ও অসহায় লোকেদের জন্য অসম সরকার সুবিধাজনক স্থানগুলিতে পর্যাপ্ত সংখ্যক এধরনের ট্ৰাইবুনাল স্থাপনে সম্মত হয়েছে। সুপ্ৰিম কোর্টের নির্দেশ অনু্যায়ী আগামি ৩১ আগস্ট চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশিত হবে।

এনআরসি প্ৰকাশ ও তার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে রাজ্য সরকারের দাবি অনু্যায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্ৰ বিভাগের বিবৃতিতে প্ৰকাশ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man-Elephant Conflict in Majuli, Many residences destroyed

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com